মেশকাত জামাতের কিতাব সমূহ ও তার সংক্ষিপ্ত পরিচিতি

 মেশকাত জামাতের কিতাব সমূহ ও তার সংক্ষিপ্ত পরিচিতি


আজকে আমি আপনাদেরকে মেশকাত জামাতের কয়টি কিতাব ও কি কি?  সমস্ত কিতাবাদী সম্পর্কে পরিপূর্ণ ধারনা দিব।  আলোচ্য বিষয়, উদ্দেশ্য বলার পাশাপাশি কিতাবের সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


মেশকাত জামাতের কিতাব সমূহ ও তার সংক্ষিপ্ত পরিচিতি  আজকে আমি আপনাদেরকে মেশকাত জামাতের কয়টি কিতাব ও কি কি?  সমস্ত কিতাবাদী সম্পর্কে পরিপূর্ণ ধারনা দিব।  আলোচ্য বিষয়, উদ্দেশ্য বলার পাশাপাশি কিতাবের সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।   মেশকাত জামাতের কিতাব সমূহ  ★ মেশকাতুল মাসাবীহ, এটা চার খন্ডে বিভক্ত, ১ম ২য় ৩য় ও ৪র্থ খন্ড, সব গুলোই মেশকাত জামাতে পড়ানো হয়।  ★ আশরাফুল হেদায়া, এটাও চার খন্ডে বিভক্ত, আওয়ালাইন অর্থাৎ প্রথম দুই খন্ড জালালাইন জামাতে পড়ায়, আর আখেরাইন অর্থাৎ শেষ দুই খন্ড মেশকাত জামাতে পড়ায়।  ★ শরহে আকাইদ ★ ফিরাকে বাতেলাহ ★ ইসলামি অর্থনীতি ★ তাফসীরে বায়জাবী ★ নুখবাতিল ফিকার।    মেশকাত জামাতের কিতাব সমূহের সংক্ষিপ্ত পরিচিতি  ★ মেশকাতুল মাসাবীহ   মেশকাত এমন একটি কিতাব, যে কিতাবে শুধু হাদিস আর হাদিস, এক কথায় বলতে পারেন, এই কিতাবে শুধু হাদিস নিয়েই আলোচনা করা হয়।   হাদিসের শাব্দিক অর্থ কি? হাদীসের শাব্দিক অর্থ হলো কথা বা বাণী, চাই সেটা কম হোক বা বেশি হোক।  হাদিসের পারিভাষিক অর্থ কি? মুহাদ্দিসগন হাদিসের পারিভাষিক সংঙা নিয়ে একেক জন একেক রকমের বক্তব্য দিয়েছে, তবে এগুলোর অর্থ ও মর্ম প্রায় একই। মেশকাতুল মাসাবীহ কিতাবের ভূমিকায় শায়েখ মুহাদ্দিসে দেহলভী রহঃ বলেন, পরিভাষায় হাদিস বলতে বুঝানো হয়েছে, নবী করিম সাঃ এর বাণী কাজ ও মৌন সমর্থনকে।  হাদিসের আলোচ্য বিষয় সম্পর্কেও কয়েকটি মতামত রয়েছে, এর মধ্যে একটি মত হলো এই, হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাঃ এর জাত, যেখানে নবীজির কর্মপদ্ধতি, কথোপকথন, ও মৌন সমর্থন ইত্যাদির বিভিন্ন গুণাবলীর দিক সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে।  প্রত্যেক ইসলামিক বই ও কিতাব সব গুলোর উদ্দেশ্যই এক, সেটা হচ্ছে তদনুযায়ী আমল করে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করা, হাদিসের উদ্দেশ্যেও এটাই। যদিও আরো কয়েকটি মত রয়েছে।   ★ আশরাফুল হেদায়া  হেদায়া হচ্ছে ফিকহের কিতাব, এখানে বিভিন্ন ধরনের মাসলা মাসায়েল সম্পর্কে আলোচনা করা হয়, কেউ যদি ভালো আলেম হতে চায়, তাহলে অবশ্যই তাকে হেদায়া কিতাবটি ভালোভাবে আয়ত্ত করতে হবে, কেননা এই কিতাব আয়ত্ত করা ছাড়া ভালো আলেম হওয়া সম্ভব নয়।  ফিকহের শাব্দিক অর্থ হচ্ছে জান, অবগত হওয়া। পরিভাষায় ফিকাহ কাকে বলেঃ এই ব্যপারে উলামায়ে কেরামের একাধিক মতভেদ রয়েছে। উসূলবিদ উলামায়ে কেরামের মতে শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত হুকুম আহকাম সম্পর্কে জানাকে ফিকহ বলা হয়।  ★ শরহে আকাইদ  এই কিতাবটি হচ্ছে আকিদা শাস্ত্রের, এই কিতাবের মাধ্যমে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও ভ্রান্ত আকিদাকে খন্ডন করা হয়। আকিদা এর শাব্দিক অর্থ হচ্ছে গিট্টা দেওয়া, জমাট করা ইত্যাদি, তবে আকিদা শব্দটির বর্তমান অর্থ হচ্ছে, রীতিনীতি, আচার ব্যবহার ইত্যাদি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এর মতে আকিদা বলা হয়, মানুষের এমন কতগুলো অভ্যাসকে যা তারা গ্রহন করে এবং সেগুলোর উপর অটল থাকে।   ★ ফিরাকে বাতেলাহ  বাতিলকে পৃথক করা, যেমন কোনটা বিদআত কোনটা হক্ব এগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করা। একজন আহলে ইলম এর জন্য এই বিষয়ে জ্ঞান থাকা অনেক জরুরী।  ★ তাফসীরে বায়জাবী  যেহেতু এই কিতাবটি ইমাম বায়জাবী রহঃ লিখেছেন সেই কারনেই এই কিতাবটি তাফসীরে বায়জাবী নামেই প্রসিদ্ধ।  তাফসীরের শাব্দিক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, স্পষ্ট করা ইত্যাদি। পরিভাষায় তাফসির এমন ইলমকে বলা হয়, যে ইলেমের মধ্যে অতি সম্মানিত কিতাব, কুরআনুল কারিম নাযিল হওয়া, তার নিয়মাবলীর বর্ণনা, তার আয়াত সমূহের ব্যাখ্যা, ও তার হুকুম আহকাম ও নির্দেশ সম্পর্কে জানা যায়। কুরআনুল কারিমের সমস্ত আয়াতগুলো বিশেষ করে মুহকাম আয়াতগুলোই হলো ইলমে তাফসিরের আলোচ্য বিষয়।   নুখবাতিল ফিকার  এটা এমন একটি কিতাব, যেই কিতাবে মূলত উসূলে হাদিস সম্পর্কে আলোচনা করা হয়৷ এই কিতাব পড়া ছাড়া কেউ মুহাদ্দিস হতে পারবেনা। কারন এমন কিছু চোর আছে যারা নিজে নিজে কোনো একটা কথা বানিয়ে বলে এটা রাসূল সাঃ এর কথা, কিন্তু মূলত মোটেও রাসূল সাঃ এমন কথা বলেনি। তো কোন হাদিস টা আসল যা নবি করীম সাঃ বলেছেন, আর কোন হাদিস টা নকল যা নবী করিম সাঃ বলেন নি, মূলত এগুলো সম্পর্কেই এই কিতাবে আলোচনা করা হয়। এই কিতাব না পড়লে হাদিসের মান নির্মান করা মোটেও সম্ভব না, ফলে নকল হাদিসের কারনে সমাজে বড় ধরনের ফেতনা সৃষ্টি হতে পারে, বিদায় হাদিসের মান নির্মান এর জন্য এই কিতাবটি অত্যন্ত জরুরী।   লেখার ক্ষেত্রে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো। কেননা মানুষ মাত্রই ভুল, সেই হিসাবে আমারও ভুল হতে পারে।


মেশকাত জামাতের কিতাব সমূহ


★ মেশকাতুল মাসাবীহ, এটা চার খন্ডে বিভক্ত, ১ম ২য় ৩য় ও ৪র্থ খন্ড, সব গুলোই মেশকাত জামাতে পড়ানো হয়।

★ আশরাফুল হেদায়া, এটাও চার খন্ডে বিভক্ত, আওয়ালাইন অর্থাৎ প্রথম দুই খন্ড জালালাইন জামাতে পড়ায়, আর আখেরাইন অর্থাৎ শেষ দুই খন্ড মেশকাত জামাতে পড়ায়।

★ শরহে আকাইদ ★ ফিরাকে বাতেলাহ ★ ইসলামি অর্থনীতি ★ তাফসীরে বায়জাবী ★ নুখবাতিল ফিকার।


মেশকাত জামাতের কিতাব সমূহের সংক্ষিপ্ত পরিচিতি


★ মেশকাতুল মাসাবীহ 

মেশকাত এমন একটি কিতাব, যে কিতাবে শুধু হাদিস আর হাদিস, এক কথায় বলতে পারেন, এই কিতাবে শুধু হাদিস নিয়েই আলোচনা করা হয়। 


হাদিসের শাব্দিক অর্থ কি?

হাদীসের শাব্দিক অর্থ হলো কথা বা বাণী, চাই সেটা কম হোক বা বেশি হোক।


হাদিসের পারিভাষিক অর্থ কি?

মুহাদ্দিসগন হাদিসের পারিভাষিক সংঙা নিয়ে একেক জন একেক রকমের বক্তব্য দিয়েছে, তবে এগুলোর অর্থ ও মর্ম প্রায় একই। মেশকাতুল মাসাবীহ কিতাবের ভূমিকায় শায়েখ মুহাদ্দিসে দেহলভী রহঃ বলেন, পরিভাষায় হাদিস বলতে বুঝানো হয়েছে, নবী করিম সাঃ এর বাণী কাজ ও মৌন সমর্থনকে।

হাদিসের আলোচ্য বিষয় সম্পর্কেও কয়েকটি মতামত রয়েছে, এর মধ্যে একটি মত হলো এই, হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাঃ এর জাত, যেখানে নবীজির কর্মপদ্ধতি, কথোপকথন, ও মৌন সমর্থন ইত্যাদির বিভিন্ন গুণাবলীর দিক সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে।

প্রত্যেক ইসলামিক বই ও কিতাব সব গুলোর উদ্দেশ্যই এক, সেটা হচ্ছে তদনুযায়ী আমল করে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করা, হাদিসের উদ্দেশ্যেও এটাই। যদিও আরো কয়েকটি মত রয়েছে।


★ আশরাফুল হেদায়া

হেদায়া হচ্ছে ফিকহের কিতাব, এখানে বিভিন্ন ধরনের মাসলা মাসায়েল সম্পর্কে আলোচনা করা হয়, কেউ যদি ভালো আলেম হতে চায়, তাহলে অবশ্যই তাকে হেদায়া কিতাবটি ভালোভাবে আয়ত্ত করতে হবে, কেননা এই কিতাব আয়ত্ত করা ছাড়া ভালো আলেম হওয়া সম্ভব নয়।


ফিকহের শাব্দিক অর্থ হচ্ছে জান, অবগত হওয়া। পরিভাষায় ফিকাহ কাকে বলেঃ এই ব্যপারে উলামায়ে কেরামের একাধিক মতভেদ রয়েছে। উসূলবিদ উলামায়ে কেরামের মতে শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত হুকুম আহকাম সম্পর্কে জানাকে ফিকহ বলা হয়।


★ শরহে আকাইদ

এই কিতাবটি হচ্ছে আকিদা শাস্ত্রের, এই কিতাবের মাধ্যমে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও ভ্রান্ত আকিদাকে খন্ডন করা হয়। আকিদা এর শাব্দিক অর্থ হচ্ছে গিট্টা দেওয়া, জমাট করা ইত্যাদি, তবে আকিদা শব্দটির বর্তমান অর্থ হচ্ছে, রীতিনীতি, আচার ব্যবহার ইত্যাদি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এর মতে আকিদা বলা হয়, মানুষের এমন কতগুলো অভ্যাসকে যা তারা গ্রহন করে এবং সেগুলোর উপর অটল থাকে। 


★ ফিরাকে বাতেলাহ

বাতিলকে পৃথক করা, যেমন কোনটা বিদআত কোনটা হক্ব এগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করা। একজন আহলে ইলম এর জন্য এই বিষয়ে জ্ঞান থাকা অনেক জরুরী।


★ ইসলামি অর্থনীতি

এটা অর্থনীতি সংক্রান্ত একটি ছোট্ট বই, এই বইয়ে অর্থনীতি সম্পর্কে পরিপূর্ণভাবে আলোচনা করা হয়ে থাকে। আমরা কিভাবে সুদের সাথে জড়িত হচ্ছি, কিভাবে আমরা নিজের অজান্তেই সুদ খাচ্ছি ইত্যাদি। এই সমস্ত বিষয় ব্যখ্যা করার পাশাপাশি আমরা কিভাবে সুদ থেকে ফিরে আসতে পারবো সেই বিষয়েও লেখা হয়েছে। বইটি যদিও ছোট কিন্তু এতে অনেক কিছু শিখার আছে।

★ তাফসীরে বায়জাবী

যেহেতু এই কিতাবটি ইমাম বায়জাবী রহঃ লিখেছেন সেই কারনেই এই কিতাবটি তাফসীরে বায়জাবী নামেই প্রসিদ্ধ।  তাফসীরের শাব্দিক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, স্পষ্ট করা ইত্যাদি। পরিভাষায় তাফসির এমন ইলমকে বলা হয়, যে ইলেমের মধ্যে অতি সম্মানিত কিতাব, কুরআনুল কারিম নাযিল হওয়া, তার নিয়মাবলীর বর্ণনা, তার আয়াত সমূহের ব্যাখ্যা, ও তার হুকুম আহকাম ও নির্দেশ সম্পর্কে জানা যায়। কুরআনুল কারিমের সমস্ত আয়াতগুলো বিশেষ করে মুহকাম আয়াতগুলোই হলো ইলমে তাফসিরের আলোচ্য বিষয়।


★নুখবাতিল ফিকার

এটা এমন একটি কিতাব, যেই কিতাবে মূলত উসূলে হাদিস সম্পর্কে আলোচনা করা হয়৷ এই কিতাব পড়া ছাড়া কেউ মুহাদ্দিস হতে পারবেনা। কারন এমন কিছু চোর আছে যারা নিজে নিজে কোনো একটা কথা বানিয়ে বলে এটা রাসূল সাঃ এর কথা, কিন্তু মূলত মোটেও রাসূল সাঃ এমন কথা বলেনি। তো কোন হাদিস টা আসল যা নবি করীম সাঃ বলেছেন, আর কোন হাদিস টা নকল যা নবী করিম সাঃ বলেন নি, মূলত এগুলো সম্পর্কেই এই কিতাবে আলোচনা করা হয়। এই কিতাব না পড়লে হাদিসের মান নির্মান করা মোটেও সম্ভব না, ফলে নকল হাদিসের কারনে সমাজে বড় ধরনের ফেতনা সৃষ্টি হতে পারে, বিদায় হাদিসের মান নির্মান এর জন্য এই কিতাবটি অত্যন্ত জরুরী। 

লেখার ক্ষেত্রে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো। কেননা মানুষ মাত্রই ভুল, সেই হিসাবে আমারও ভুল হতে পারে।


আরো পড়তে এখানে ভিজিট করুন

অনলাইন লুডু খেলে টাকা ইনকাম

Previous Post Next Post

نموذج الاتصال