ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার নিয়ম

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার নিয়ম
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার নিয়ম  আমার আর্টিকেলে আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হয় সেই নিয়ম গুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, তার জন্য অবশ্যই আপনাকে আমার আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে কেননা আমি ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ নিয়ম গুলো লিপিবদ্ধ করবো, আর আমার এই আর্টিকেলটি পড়লে আশাকরি ফেসবুক পেজ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না, কারন আমি এখানে ফেসবুক পেজ খোলা থেকে ইনকাম করা পর্যন্ত আলোচনা করবো, তাহলে চলুন এবার শুরু করা যাক।   ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে তার জন্য আপনি আপনার মোবাইলে উপরে ডান পাশের তিনটি দাগের উপরে ক্লিক করবেন তারপর সেখান থেকে পেইজ অপশনের উপরে ক্লিক করবেন তারপর সেখান থেকে বাম পাশের ক্রিয়েট অপশনে টাচ করে একটি পেজ তৈরি করুন, তারপর পেইজে যাবতীয় সবকিছু এড করুন, পেইজে প্রায় ১৩টি অপশন রয়েছে আপনি যদি সবকিছু কমপ্লিট করেন তাহলেই আপনার পেজকে একটি প্রফেশনাল পেজ বলা হবে, চলেন এবার আমরা জানি ১৩টি বিষয় কি কি?  ১/  (create a page name) আপনার পেইজের জন্য একটি সুন্দর নাম সিলেক্ট করবেন। ২/ (choose a category) আপনার পেজের জন্য একটি কেটাগরি নির্বাচন করতে হবে, যেমন পার্সোনাল ব্লগ, পাবলিক ফিগার, ভিডিও ক্রিয়েটর ইত্যাদি। ৩/ (Add a profile Picture) একটি প্রোফাইল পিকচার এড করবেন। ৪/ (Add a cover photo) একটি কভার ফটো আপলোড করবেন। ৫/ (Add a bio) আপনার নিজ সম্পর্কে একটি ডিস্ক্রিপশন লিখবেন। ৬/ (Link to your website) আপনার কোনো ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থাকলে ঐ লিংকটি এড করুন। ৭/ (Update your location) আপনার লোকেশান এড করবেন। ৮/ (Add your business hours) আপনি যদি পেজ দিয়ে ব্যাবসা করতে চান তাহলে কোন কোন সময় আপনি একটিভ থাকবেন সেটা উল্লেখ করুন। ৯/ (Add a phone number) আপনার একটি ফোন নাম্বার এড করুন। ১০/ (Invite friend to like your page) আপনার পেজটি লাইক করার জন্য আপনার ফেসবুক বন্ধুদেরকে আমন্ত্রণ জানান। ১১/ (write a welcome post) পেজ খোলার পর যে কোনো একটি পোস্ট করুন। ১২/ (Add a Action button) ফলো করুন, মেসেজ করুন, লাইক করুন, ইত্যাদির একটি এড করুন। ১৩/ (Add Whatsapp number) একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এড করুন। উপরোক্ত বিষয় গুলো এড করলেই কেবল আপনার পেজকে প্রফেশনাল পেজ বলা হবে।  ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক এলগরিদম এর নিয়ম অনুযায়ী পেজে দশ হাজার ফলোয়ার ও ছয় লক্ষ মিনিট ওয়াছটাইম হতে হবে, এই দুইটা পূরন হলে আপনার পেজটি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন আর যখনই আপনার পেজে মনিটাইজেশন এপ্রুভ করা হবে তখন থেকেই পেজ থেকে ইনকাম শুরু হবে, এখন কথা হচ্ছে আপনি কিভাবে ফেসবুক এলগরিদম এর নিয়ম অনুযায়ী দশ হাজার ফলোয়ার ও ছয় লক্ষ মিনিট ওয়াছটাইম পূরন করবেন, এর জন্য আপনাকে কাজ করে যেতে হবে আপনি যখন কন্টিনিউ কাজ করবেন অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করবেন, আর ভিডিও আপলোড করারও একটি সময় আছে যেমন বিকালে সন্ধার পরে রাত ৮টার সময় অর্থাৎ যেই সময় মানুষ অনলাইনে থাকে তখন ভিডিও আপলোড করবেন আর ভিডিও আপলোড করার সময়  ভিডিওর উপরে একটি আকর্ষণীয় থাম্বেল, ভিডিওর টাইটেল টেগ ডিস্ক্রিপশন ইত্যাদি গুলো সঠিকভাবে এসইও করে নিবেন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে।  জরুরী কিছু কথা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে আপনার মাথায় একটা জিনিস অবশ্যই থাকতে হবে যে আমি আমার নিজের ভিডিও দিয়ে কাজ করবো অন্য কারো কন্টেন্ট কপি করবোনা, আর আপনি যদি অন্যজনের কাছ থেকে ভিডিও কপি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজে পলিসি ডাইলেশন চলে আসবে যেটা দূর করতে আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, সুতরাং আপনি অন্যের কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকবেন যদি আপনি পেজ থেকে ইনকাম করতে চান। আরো একটি আবশ্যকীয় বিষয় হচ্ছে আপনার প্রোফাইল ফটো ও কভার ফটো এগুলো আপনি একদম ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, সব থেকে ভালো হবে আপনার পছন্দের নাম দিয়ে একটি প্রফেশনাল লগো ও কভার তৈরি করে নিবেন, কষ্ট ছাড়া কেউ এই পর্যন্ত সফল হতে পারে নাই সুতরাং আপনার ইনকাম করার জন্য আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে এবং কন্টিনিউ কাজ করে যেতে হবে আপনি যদি কন্টিনিউ কাজ করে যান তাহলে অবশ্যই আপনি একদিন সফল হবেন, যদি আপনি প্রথমেই ইনকামের চিন্তা করেন তাহলে আপনার দ্বারা কিছুই হবেনা।  সুতরাং আপনি যদি আসলেই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেই সাথে পিওর কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, এখন আপনি যদি চান যে রাতারাতি ভাইরাল হয়ে যেতে এবং রাতারাতি শত-শত ডলার ইনকাম করবেন তাহলে আমি বলবো আপনার জন্য ফেসবুক না, এখানে আপনি রাতারাতি শত-শত ডলার ইনকাম করতে পারবেন না তবে হ্যা যখন আপনি পরিশ্রম ও চেষ্টা করে আপনার পেজ টিকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন তখন আশা করা যায় মাস শেষে ফেসবুক থেকে আপনি ভালো একটা এমাউন্ট পাবেন যা আপনাকে কাজ করার প্রতি আরো বেশি উৎসাহিত করবে। তাই আপনি ফেসবুকে অযথা সময় নষ্ট না করে ইনকামের জন্য চেষ্টা করেন, আশাকরি ধৈর্য চেষ্টা ও পিউর কন্টেন্ট নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার সফলতাকে কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ।

আমার আর্টিকেলে আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হয় সেই নিয়ম গুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, তার জন্য অবশ্যই আপনাকে আমার আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে কেননা আমি ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ নিয়ম গুলো লিপিবদ্ধ করবো, আর আমার এই আর্টিকেলটি পড়লে আশাকরি ফেসবুক পেজ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না, কারন আমি এখানে ফেসবুক পেজ খোলা থেকে ইনকাম করা পর্যন্ত আলোচনা করবো, তাহলে চলুন এবার শুরু করা যাক। 

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে তার জন্য আপনি আপনার মোবাইলে উপরে ডান পাশের তিনটি দাগের উপরে ক্লিক করবেন তারপর সেখান থেকে পেইজ অপশনের উপরে ক্লিক করবেন তারপর সেখান থেকে বাম পাশের ক্রিয়েট অপশনে টাচ করে একটি পেজ তৈরি করুন, তারপর পেইজে যাবতীয় সবকিছু এড করুন, পেইজে প্রায় ১৩টি অপশন রয়েছে আপনি যদি সবকিছু কমপ্লিট করেন তাহলেই আপনার পেজকে একটি প্রফেশনাল পেজ বলা হবে, চলেন এবার আমরা জানি ১৩টি বিষয় কি কি?

১/ (create a page name) আপনার পেইজের জন্য একটি সুন্দর নাম সিলেক্ট করবেন।

২/ (choose a category) আপনার পেজের জন্য একটি কেটাগরি নির্বাচন করতে হবে, যেমন পার্সোনাল ব্লগ, পাবলিক ফিগার, ভিডিও ক্রিয়েটর ইত্যাদি।

৩/ (Add a profile Picture) একটি প্রোফাইল পিকচার এড করবেন।

৪/ (Add a cover photo) একটি কভার ফটো আপলোড করবেন।

৫/ (Add a bio) আপনার নিজ সম্পর্কে একটি ডিস্ক্রিপশন লিখবেন।

৬/ (Link to your website) আপনার কোনো ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থাকলে ঐ লিংকটি এড করুন।

৭/ (Update your location) আপনার লোকেশান এড করবেন।

৮/ (Add your business hours) আপনি যদি পেজ দিয়ে ব্যাবসা করতে চান তাহলে কোন কোন সময় আপনি একটিভ থাকবেন সেটা উল্লেখ করুন।

৯/ (Add a phone number) আপনার একটি ফোন নাম্বার এড করুন।

১০/ (Invite friend to like your page) আপনার পেজটি লাইক করার জন্য আপনার ফেসবুক বন্ধুদেরকে আমন্ত্রণ জানান।

১১/ (write a welcome post) পেজ খোলার পর যে কোনো একটি পোস্ট করুন।

১২/ (Add a Action button) ফলো করুন, মেসেজ করুন, লাইক করুন, ইত্যাদির একটি এড করুন।

১৩/ (Add Whatsapp number) একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এড করুন।

উপরোক্ত বিষয় গুলো এড করলেই কেবল আপনার পেজকে প্রফেশনাল পেজ বলা হবে।

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক এলগরিদম এর নিয়ম অনুযায়ী পেজে দশ হাজার ফলোয়ার ও ছয় লক্ষ মিনিট ওয়াছটাইম হতে হবে, এই দুইটা পূরন হলে আপনার পেজটি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন আর যখনই আপনার পেজে মনিটাইজেশন এপ্রুভ করা হবে তখন থেকেই পেজ থেকে ইনকাম শুরু হবে, এখন কথা হচ্ছে আপনি কিভাবে ফেসবুক এলগরিদম এর নিয়ম অনুযায়ী দশ হাজার ফলোয়ার ও ছয় লক্ষ মিনিট ওয়াছটাইম পূরন করবেন, এর জন্য আপনাকে কাজ করে যেতে হবে আপনি যখন কন্টিনিউ কাজ করবেন অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করবেন, আর ভিডিও আপলোড করারও একটি সময় আছে যেমন বিকালে সন্ধার পরে রাত ৮টার সময় অর্থাৎ যেই সময় মানুষ অনলাইনে থাকে তখন ভিডিও আপলোড করবেন আর ভিডিও আপলোড করার সময় ভিডিওর উপরে একটি আকর্ষণীয় থাম্বেল, ভিডিওর টাইটেল টেগ ডিস্ক্রিপশন ইত্যাদি গুলো সঠিকভাবে এসইও করে নিবেন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে।

জরুরী কিছু কথা

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে আপনার মাথায় একটা জিনিস অবশ্যই থাকতে হবে যে আমি আমার নিজের ভিডিও দিয়ে কাজ করবো অন্য কারো কন্টেন্ট কপি করবোনা, আর আপনি যদি অন্যজনের কাছ থেকে ভিডিও কপি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজে পলিসি ডাইলেশন চলে আসবে যেটা দূর করতে আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, সুতরাং আপনি অন্যের কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকবেন যদি আপনি পেজ থেকে ইনকাম করতে চান। আরো একটি আবশ্যকীয় বিষয় হচ্ছে আপনার প্রোফাইল ফটো ও কভার ফটো এগুলো আপনি একদম ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, সব থেকে ভালো হবে আপনার পছন্দের নাম দিয়ে একটি প্রফেশনাল লগো ও কভার তৈরি করে নিবেন, কষ্ট ছাড়া কেউ এই পর্যন্ত সফল হতে পারে নাই সুতরাং আপনার ইনকাম করার জন্য আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে এবং কন্টিনিউ কাজ করে যেতে হবে আপনি যদি কন্টিনিউ কাজ করে যান তাহলে অবশ্যই আপনি একদিন সফল হবেন, যদি আপনি প্রথমেই ইনকামের চিন্তা করেন তাহলে আপনার দ্বারা কিছুই হবেনা।

অন্য পোস্ট নবীজির জন্মের অলৌকিক ঘটনা

সুতরাং আপনি যদি আসলেই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেই সাথে পিওর কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, এখন আপনি যদি চান যে রাতারাতি ভাইরাল হয়ে যেতে এবং রাতারাতি শত-শত ডলার ইনকাম করবেন তাহলে আমি বলবো আপনার জন্য ফেসবুক না, এখানে আপনি রাতারাতি শত-শত ডলার ইনকাম করতে পারবেন না তবে হ্যা যখন আপনি পরিশ্রম ও চেষ্টা করে আপনার পেজ টিকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন তখন আশা করা যায় মাস শেষে ফেসবুক থেকে আপনি ভালো একটা এমাউন্ট পাবেন যা আপনাকে কাজ করার প্রতি আরো বেশি উৎসাহিত করবে। তাই আপনি ফেসবুকে অযথা সময় নষ্ট না করে ইনকামের জন্য চেষ্টা করেন, আশাকরি ধৈর্য চেষ্টা ও পিউর কন্টেন্ট নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার সফলতাকে কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ। 

অন্য পোস্ট শিম পাতার উপকারিতা

Previous Post Next Post

نموذج الاتصال