মোবাইলে এমবি বেশি কাটে কেন | অতিরিক্ত এমবি কাটা বন্ধ করুন
অন্য পোস্ট প্রতিদিনের ফজিলতপূর্ণ আমলআমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা সিমের মধ্যে এমবি কিনে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অর্থাৎ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে, কিন্তু প্রায় সবারই কমন সমস্যা যে মোবাইলে এমবি বেশি কাট কেন? আর কিভাবেই বা অতিরিক্ত এমবি কাটা বন্ধ করব? তাদের জন্যই আমার এই আজকে আর্টিকেলটি, এই আর্টিকেলে আমি তিনটি সিস্টেম দেখিয়ে দিব যেগুলো আপনারা ফলো করলে আপনার মোবাইলের ৫০% এমবি কম কাটবে, তাহলে চলুন এবার প্রথমেই জানা যাক কেন মোবাইলের এমবি বেশি কাটে।
অন্য পোস্ট সিম পাতার উপকারিতা
সূচিপত্রঃ
★ মোবাইলে এমবি বেশি কাটে কেন
★ অতিরিক্ত এমবি কাটা বন্ধ করুন
মোবাইলে এমবি বেশি কাটে কেন
মূলত তিনটি কারণে আপনার মোবাইলের এমবি বেশি কাটতেছে, এর মধ্যে একটা হচ্ছে মোবাইলের সিস্টেম আপডেট অর্থাৎ যেই সময় আপনার মোবাইল আপডেট চাচ্ছে সেই সময় অটোমেটিক আপনার মোবাইলটি আপডেট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যায় আপডেটের সময় ৫০০-১ হাজার এমনকি ২০০০ এমবি পর্যন্ত কেটে যায়, তাই আপনাকে মোবাইলের অটো আপডেট অপশনটি বন্ধ করতে হবে।
অন্য পোস্ট জেনে নিন ফর্সা হওয়ার উপায় গুলো
দ্বিতীয়টি হচ্ছে আপনার অ্যাপসের আপডেট, যেই অ্যাপসগুলো আপনি ইন্সটল করে রেখেছেন এই অ্যাপসগুলো কয়েকদিন পর পর চায় সেই আপডেটগুলো ১০০-২০০-৩০০ এমবি পর্যন্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে ও টু এপ্স আপডেট অপশনটি বন্ধ করতে হবে, এবং যেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন হয় সেই অ্যাপস গুলো আপনি ম্যানুয়াল ভাবে আপডেট করে নিবেন।
অন্য পোস্ট বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম
তৃতীয়ত একটি কমন বিষয় সেটি হচ্ছে ফেসবুকের অটো প্লে ভিডিও অপশনটি অফ করে রাখা, কেননা ফেসবুকের অটু প্লে ভিডিও এই অপশনটির কারণে আপনার মোবাইলে এমবি কিন্তু অনেক বেশি কাটবে, তাই ওটু প্লে ভিডিও এই অপশনটি অফ করে রাখতে হবে।
অন্য পোস্ট নবীজির জন্মের অলৌকিক ঘটনা
অতিরিক্ত এমবি কাটা বন্ধ করুন
প্রথমে আপনি আপনার মোবাইলের system auto update এই অপশনটি বন্ধ করতে হবে, আর এই অপশনটি পাওয়ার জন্য প্রথমে আপনি আপনার সেটিং এর developer option এখানে ক্লিক করবেন তারপর অটো সিস্টেম আপডেট এই অপশনটি অফ করে দিবেন, তো অনেকের মোবাইলে developer option এটি থাকেনা, প্রথমে আপনি আপনার সেটিং এ এটি লিখে সার্চ করবেন যদি থাকে তাহলে তো ভালই, আর যদি না থাকে তাহলে আপনি আপনার সেটিং এ গিয়ে সার্চ করবেন build number তারপর এই অপশনটিতে কয়েকবার ক্লিক করবেন, দেখবেন আপনার মোবাইলে developer option টি চলে আসবে, তারপর সেখান থেকে অটো সিস্টেম আপডেট অপশনটি বন্ধ করে দিবেন।
অন্য পোস্ট মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও ফজিলত
এরপর আপনার মোবাইলের অ্যাপস গুলোর অপু আপডেট অপশনটি বন্ধ করতে হবে, আর সেই জন্য আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে, সেখানে গিয়ে উপরে ডানদিকে আপনার প্রোফাইল অপশন এ যেতে হবে, তারপর সেটিংস একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন, এরপর network preferences এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর দেখবেন সেখানে তিনটি অপশন আছে এবং সেখান থেকে প্রথম অপশনটি আগে থেকেই সিলেক্ট করা থাকবে, তারপর আপনি তৃতীয় নাম্বার অপশনটি সিলেক্ট করবেন অর্থাৎ don't not auto update এটিতে ক্লিক করে দিবেন।
অন্য পোস্ট মেশকাত জামাতের কিতাব সমূহ ও তার সংক্ষিপ্ত পরিচিতি
এরপর আপনার মোবাইলে যদি facebook এ অটো প্লে ভিডিও এই অপশনটি চালু করা থেকে তাহলে এই অপশনটি বন্ধ করতে হবে, এজন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যেতে হবে তারপর উপরের ডান পাশে ক্লিক করে সেটিংসে যাবেন, তারপর সেখান থেকে Media অপশনে ক্লিক করবেন, তারপর সেখানেও তিনটি অপশন থাকবে এর মধ্যে প্রথম অপশনটিতে আগে থেকেই সিলেক্ট করা থাকবে কিন্তু আপনি তিন নাম্বার অপশনটি ক্লিক করবেন অর্থাৎ never auto play video এটি সিলেক্ট করে দিবেন।
তো আপনার মোবাইলে যদি অতিরিক্ত এমবি কাটে, এমবি ভরা মাত্রই কেটে নিচ্ছে, তাহলে আমি যে তিনটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই তিনটি পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে ৫০% আপনার এমবি কাটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনি যে এম বি গুলো ব্যবহার করবেন সেটি কাটবে, অটোমেটিক কোন এমবি কাটবে না।
অন্য পোস্ট ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম