ভিভো y12 মোবাইল রিসেট | How to reset vivo y12 mobile
আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিভো y12 মোবাইল রিসেট দিতে হয়, কেননা অনেক সময় আমাদের মোবাইলে সেটিং উল্টাপাল্টা, অথবা হ্যাং করে, অথবা মোবাইলের বয়স বেশি হওয়ার কারণে মোবাইল স্লো কাজ করে, আর সেই জন্যই মূলত আমরা আমাদের vivo y12 mobile reset করতে চাই, কিন্তু আমাদের অনেকেই জানিনা যে কিভাবে ভিভো y12 মোবাইল টিকে রিসেট দিতে হয়, সেজন্য অনেকেই অনেক চিন্তায় আছি, আজকে আমি সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিব কিভাবে ভিভো y12 মোবাইলটিকে রিসেট করতে হয়।
একটা হচ্ছে সাধারণ রিসেট, যেটা পাওয়ার অফ বাটনে চাপ দিয়ে ধরে রাখলে দুইটা অপশন আসবে একটা হচ্ছে মোবাইল অফ আরেকটা হচ্ছে রিসেট, তো সেখান থেকে আপনি রিসেট অপশনে চাপ দিয়ে মোবাইলকে সাধারণভাবে একটু ফাস্ট করতে পারেন।
আরেকটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট, যেটা দিলে আপনার মোবাইল একদম নতুনের মত হয়ে যাবে, vivo y12 mobile ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন, তারপর দেখবেন system management নামে একটা অপশন আছে, তো আপনি সেখানে ক্লিক করবেন, এরপর নিচের দিকে আসবেন এবং দেখবেন আরেকটি অপশন আছে backup and reset তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে নিচের ছবিটির মতো ঠিক এভাবে তিনটা অপশন আসবে।
এর মধ্যে একটা হচ্ছে reset network setting যদি আপনার মোবাইলে সাধারণত নেটওয়ার্কের কোন প্রবলেম হয়ে থাকে, নেটওয়ার্ক কানেকশন প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি network setting রিসেট করবেন, নেটওয়ার্ক সেটিং রিসেট করার পর আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিং গুলো পূর্বের অবস্থায় ফিরে যাবে।
দ্বিতীয় নাম্বার হচ্ছে reset all setting আপনার মোবাইলের সেটিং যদি উল্টাপাল্টা হয়ে থাকে, অর্থাৎ আপনি কোন একটা সেটিং কে একটার জায়গায় আরেকটা বসিয়ে ফেলেছেন, আপনার সেটিং এর সমস্যা হয়ে গেছে, অর্থাৎ ভিভো y12 মোবাইলের যেকোনো সেটিং যদি আপনার পরিবর্তন হয়ে যায়, সে ক্ষেত্রে আপনি রিসেট ওয়াল সেটিং এটা করলে আপনার মোবাইলের সেটিং গুলো আগের অবস্থায় ফিরে আসবে।
তৃতীয় নাম্বার হচ্ছে Erase all data, অর্থাৎ ফ্যাক্টরি রিসেট, আর আপনি যদি এই রিসেটটি দেন তাহলে কিন্তু আপনার মোবাইল একদম নতুনের মত হয়ে যাবে, অর্থাৎ ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর আপনার মোবাইলে পুনরায় জিমেইল ইত্যাদি লগইন করতে হবে, কেননা নতুন অবস্থায় মোবাইল কিনার পর আপনার মোবাইলটি যেরকম থাকে Erase all data এই রিসেটটি দেওয়ার ফলে আপনার মোবাইলটি একদম নতুনের মত হয়ে যাবে।
আর আপনি যেই রিসেটি দেন না কেন, নেটওয়ার্ক রিসেট, অল সেটিং রিসেট, অথবা ফ্যাক্টরি রিসেট, আপনি যেটা দরকার সেটার উপরে ক্লিক করে তারপর আপনার মোবাইলের পাসওয়ার্ড দিলেই আপনার মোবাইলে কিন্তু রিসেট হয়ে যাবে। তবে অবশ্যই একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন, আপনার মোবাইলে খুব বড় ধরনের সমস্যা না হলে আপনি ফ্যাক্টরি রিসেট দিবেন না, কেননা বেশি পরিমাণে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর আপনার মোবাইল কিন্তু দুর্বল হয়ে যাবে, সুতরাং একদম বেশি প্রয়োজন না হলে আপনি Erase all data অর্থাৎ ফ্যাক্টরি রিসেট দিবেন না।