ঘাস কাটার মেশিনের দাম বাংলাদেশ
অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে, বর্তমান আধুনিক অর্থাৎ ডিজিটাল যুগে ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে মানুষ কাজ করতে আরম্ভ করেছে। এখন বের হয়েছে ঘাস কাটার মেশিন, এই মেশিনের মাধ্যমে আপনি খুব সহজেই ঘাস কাটতে পারবেন, আর এই ঘাস কাটার মেশিনও দুই প্রকার।
একটা হচ্ছে গরুর ঘাস খরকুটা বন ইত্যাদি আপনি খুব সহজেই কাটতে পারবেন, এবং অপরটি হচ্ছে বাগান কিংবা খেলাধুলার মাঠে যে সমস্ত ঘাস হয় ওইগুলো আপনি ছোট ছোট করে কাটতে পারবেন খুব সহজেই। তো আমি আজকে এই উভয়টি ঘাস কাটার মেশিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, এবং এই ঘাস কাটার মেশিন ব্যবহার করলে আপনাদের কি কি উপকার হতে পারে সেটাও তুলে ধরার চেষ্টা করব।
অন্য পোস্ট সেলো মেশিনের দাম বাংলাদেশ
গরুর ঘাস কাটার মেশিনের দাম
অনেক কৃষক ভাইয়েরা এরকম আছে যাদের কয়েকটা গরু রয়েছে আবার এরকমও আছে যাদের অনেকগুলো গরু রয়েছে, আর এই গরুগুলোর খাবারের জন্য খর অথবা ঘাস কাটতে হলে অনেকটা সময়ের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে আপনারা গরুর ঘাস কাটার মেশিনটি ব্যবহার করতে পারেন। আর ঘাস কাটার মেশিনটি দাম হচ্ছে ১৭৫০০ টাকা, তবে একই মেশিন প্যাকেটিং করা অর্থাৎ আপনি যেই কাটিগুলোর মাধ্যমে গাছগুলো কাটবেন ওই কাচি গুলো বক্সিং করা থাকবে তাই ওই মেশিনটার দাম ২৩ হাজার টাকা, তো সেই ক্ষেত্রে আপনার সুবিধামতো আপনি প্যাকেটিং ছাড়াটাও নিতে পারেন আবার যদি মনে করেন যে আমি প্যাকেটিং নিব তাহলে ২৩ হাজার টাকা দিয়ে প্যাকেটিং মেশিনটাও নিতে পারেন।
অন্য পোস্ট পাওয়ার টিলার মেশিনের দাম
গরুর ঘাস কাটার মেশিন কিনে কি লাভ হবে
আপনি যদি গরুর জন্য ঘাস অথবা বন কাটার জন্য এই মেশিনটি কিনেন, সে ক্ষেত্রে আপনার অনেকগুলো লাভ অর্থাৎ উপকার হবে, যেমন ধরেন আপনি দুই কাঁচা বন অথবা দুই কাঁচা ঘাস কাটার জন্য আপনার মিনিমাম সময় লাগবে 20 মিনিট, সেই ক্ষেত্রে আপনি যদি মেশিনের মাধ্যমে ঘাস অথবা বন কাটেন সে ক্ষেত্রে আপনার সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট, আপনার কষ্ট কম হচ্ছে এমনকি আপনার সময়ও বেঁচে যাচ্ছে, সে ক্ষেত্রে আপনি যদি এই সুযোগটা নিতে চান তাহলে অবশ্যই একটি ঘাস কাটার মেশিন নিতে পারেন।
আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই মেশিনগুলো কি নষ্ট হয়ে যাবে? কিংবা এই মেশিন গুলোর কি কোন ওয়ারেন্টি আছে? তো তাদের উদ্দেশ্যে বলছি, এই সমস্ত মেশিন কিনলেই আপনি এক বছর অথবা দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, যদিও আপনাকে ওয়ারেন্টি দেওয়া হবে এক বছর অথবা দুই বছরের জন্য কিন্তু আপনি এই মেশিনগুলো দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কেননা সাধারণত মোটরগুলো তৈরি করা হয়েছে ভারি কাজ করার জন্য 24 ঘন্টা চলার জন্য, সে ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন কিংবা যখনই ব্যবহার করেন ১০-১৫ মিনিট ব্যবহার করে রেখে দেন সে ক্ষেত্রে আপনার মেশিন অথবা মটর নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
অন্য পোস্ট মাদরাসা শিক্ষার গুরুত্ব
বাগানের ঘাস কাটার মেশিনের দাম
অনেকের আবার বাগান করার শখ রয়েছে কিংবা নার্সারি করার শখ আছে, আবার অনেকেই বাগান কিংবা নার্সারীর সাথে জড়িত রয়েছে সেই ক্ষেত্রে বাগানে অথবা নার্সারিতে ঘাস হলে সেই গাছগুলো কাঁচি দ্বারা কিংবা অন্য কোন বস্তু দ্বারা কাটলে অনেক সময় লেগে যায় এমনকি এতে দেখা যায় অনেক সময় প্রয়োজন হয় এবং টাকাও অনেক নষ্ট হচ্ছে, তো তারা হোন্ডা কোম্পানির ঘাস কাটার মেশিনটি ব্যবহার করতে পারে, এই মেশিনটি মাধ্যমে বাগান কিংবা নার্সারি ঘাস কাটার পাশাপাশি ধান কাটতে পারবেন এমনকি খেলার মাঠের যে ঘাসগুলো বড় হয়ে যায় ওগুলোকে সমানভাবে ছোট ছোট করেও কাটতে পারবেন।
অন্য পোস্ট জেনে নিন স্লো ফোন ফাস্ট করার উপায়
বাগানের ঘাস কাটার মেশিন অথবা নার্সারিতে গাছ কাটার মেশিন যেটাই বলেন একই মেশিন, আর এই মেশিনটি হচ্ছে পেট্রোল অথবা ডিজেলের মাধ্যমে চলে, আর বাগানের ঘাস কাটার মেশিনের বিভিন্ন রকমের মডেল রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মত মডেল বেছে নিয়ে কিনে নিতে পারেন, তবে এর মূল্য এরকম হবে ২৬ হাজার থেকে, তবে আপনি যদি আরো ভালো মানের মেশিন নিতে চান সে ক্ষেত্রে আপনি আরো ভালো মানের মেশিনে নিতে পারবেন কোন প্রবলেম নেই।
অন্য পোস্ট বাটন মোবাইল রিসেট দেওয়ার নিয়ম
ঘাস কাটার মেশিন কোথায় পাওয়া যায়
এখন আর্টিকেলটি পড়ার পর অনেকের মনে আবার এমন প্রশ্ন জাগবে যে বাগানের ঘাস কাটার মেশিন অথবা গরুর ঘাস কাটার মেশিন কোথায় পাওয়া যাবে, তো সে ক্ষেত্রে আপনি বড় কোন ইলেকট্রিশিয়ান মেশিনের দোকানের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন, অথবা অনেকেই বর্তমানে অনলাইনে এই মেশিনগুলো বাংলাদেশের যেকোন প্রান্তে নিতে চান সেই প্রান্তেই পৌঁছে দিচ্ছে, এখন আপনার বাসার আশেপাশে যদি কোন ভাল মেশিনের ইলেকট্রিশিয়ান দোকান না থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করলেই অনেক অনেক দোকানদার পেয়ে যাবেন যারা অনলাইনে মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তেই থাকেন না কেন আপনার কাছে মেশিন পৌঁছে দিবে।
আরেকটা কথা আমি সবসময় বলে রাখি আমি যে তথ্যগুলো কালেক্ট করেছি সেই অনুপাতে দাম অনুযায়ী আপনারা মেশিন ক্রয় করবেন না, কেননা বাজারের দরদাম প্রতিনিয়তই বাড়তেছে এবং কমতেছে, তাই আপনার সঠিক দাম যাচাই করে তারপর মেশিনটি কিনুন।
অন্য পোস্ট সিম পাতার উপকারিতা