বাংলাদেশে সড়ক গুলোর মধ্যে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে এর মধ্যে একটি গাড়ি হচ্ছে মিশুক অটো রিসকা, দেখা যায় মহাসড়ক গুলোর মধ্যেও এই মিশুক অটো রিস্কা গুলো ভালো একটা স্থান অর্জন করে নিয়েছে। বিশেষ করে শহরের বাইরে যে অঞ্চল গুলো রয়েছে সেগুলোতে এই অটো রিকশা গুলোই বেশি চলাচল করে, এমনকি মানুষও এই ও পুরস্কার দিয়ে চলাচল করতে করতে অভ্যস্ত হয়ে গেছে বিদায় তারা অন্য কোন গাড়ি দিয়ে চলাচল করে না।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই মিশুক গাড়িগুলো চালিয়ে অনেকেই ভালো একটা পজিশনে চলে গেছে, যেমন ধরেন আপনি সারাদিন কাজ করে ৫০০ টাকা অর্জন করলেন কিংবা আরও ভারী কাজ করে সেই থেকে ৭০০ টাকা আপনি প্রতিদিন অর্জন করলেন, অপরদিকে একজন মিশুক চালক ১২০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করতেছে প্রতিদিন অনায়াসে, সে ক্ষেত্রে কাজ করতে গেলে কিন্তু কষ্ট হয় আর এই মিশুক গাড়ি চালাতে কিন্তু কোন প্রকার কষ্ট হয় না, সেই হিসেবে দেখা যায় যারা মিশুক গাড়ি চালায় তারা মাস শেষে ভালো একটা পরিমাণ টাকা ইনকাম করতেছে, এমনকি তারা ভাল একটা পর্যায়েও চলে গেছে।
আর এই চিন্তা ভাবনা করেই আমাদের মধ্যে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে, যে একটা মিশুক গাড়ির দাম কত অথবা একটা অটো রিক্সার দাম কত, মূলত তাদের জন্যই আজকের এই লেখাটি, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে ধারণা দিব একটা মিশুক গাড়ি কিনতে গেলে অথবা একটা অটো রিক্সা কিনতে গেলে কত টাকার মতো প্রয়োজন হবে।
মিশুক অটো রিকশার দাম বাংলাদেশ
অটো গাড়ি মূলত দুইটি, একটা গাড়ির মধ্যে ৮ জন লোক বসতে পারে এবং অপর গাড়ির মধ্যে পাঁচজন লোক বসতে পারে, অর্থাৎ একটা হচ্ছে মিশুক অটো রিক্সা, আরেকটা হচ্ছে অটো গাড়ি, তো প্রথমেই আমরা জানব মিশুক অটো রিস্কার দাম কত?
বর্তমানে সবকিছু জিনিসের দাম বাড়ার সাথে সাথেই, সমস্ত গাড়ি-ঘুরার দামও বেড়ে গেছে, সেই ক্ষেত্রে মিশু অটো রিস্কার দামও বেড়ে গেছে, মিশুক অটো রিকশাও দুই ধরনের, একটা মিশুকের উপরে ছাদ আছে আরেকটা মিশুকের উপরে ছাদ নেই, তু যেই মিশুক অটো রিস্কাটার উপরে ছাদ নেই সেই গাড়িটার দাম হচ্ছে ৯০ হাজার টাকা, আর এই ৯০ হাজার টাকার মধ্যে আপনি ভাল মানের একটি মিশুক গাড়ি পেয়ে যাবেন সাথে খুব ভালো মানের ব্যাটারিও পেয়ে যাবেন। তো যাদের ছাদ খোলা মিশুক অটো রিস্কা পছন্দ হয় তারা ৯০ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভাল মানের অটো রিস্কা নিতে পারেন।
আবার অনেকেই ছাদ ছাড়া অটো রিস্কা গুলো পছন্দ করেন না, সেই ক্ষেত্রে তারা ছাদ সহ অটো রিস্কা গুলো নিতে পারেন, আর ছাদ সহ অটো রিস্কা গুলো নিতে আপনার বাজেট লাগবে, এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত, সে ক্ষেত্রে আপনি যদি টাকার পরিমাণটা আরো বাড়ান যেমন এক লক্ষ 15 হাজার টাকার মধ্যে কিনেন তাহলে খুব ভালো মানের ব্যাটারি সহ একটি ছাদ সহ অটো রিস্কা পেয়ে যাবেন, তো যাদের বাজেট ১ লক্ষ থেকে ১ লক্ষ ১০, ১৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে তারা মনে এসে এই গাড়িটি কিনতে পারেন।
অটো গাড়ির দাম কত বাংলাদেশে
যেই মিশুক গুলো পাঁচজন যাত্রী বহন করতে পারে, সেই মিশুক গাড়িগুলো দেখা যায় প্রতিদিন ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারে, কিন্তু আবার অটো গাড়ি যেটা ৮ জন যাত্রী বহন করতে পারে সেই গাড়িগুলো কিন্তু প্রতিদিন ১৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। সেই ক্ষেত্রে অনেকেই ৮ জন সিটের অটো গাড়ি গুলোর দাম কত বাংলাদেশে সেটা জানতে চান, তো অটো গাড়ির দাম অটো রিস্কা থেকে তুলনামূলক বেশি, যদিও ইতিপূর্বে দাম কম ছিল কিন্তু বর্তমানে এর দাম অনেকটাই বেড়ে গিয়েছে।
তো অটো গাড়ির বিভিন্ন ধরনের প্রকার রয়েছে, যেমন একই অটো গাড়ি দাম ভিন্ন, কারণ একটার বডি শক্তিশালী এবং অপর্টার বডি নরমাল, সে ক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আট সিটের অটো গাড়ি গুলো ক্রয় করবেন, তো আপনি যদি ভাল মডেলের এবং ভালো বডির অটো গাড়ি কিনতে চান, সে ক্ষেত্রে আপনার বাজেট ভালো লাগবে, আর যদি নরমাল বডির অটো গাড়ি কিনতে চান সে ক্ষেত্রে আপনার বাজেট মোটামুটি কম লাগবে, তো আমি আপনাকে সাধারণত একটা ধারণা দিচ্ছি যে আপনি যদি মোটামুটি ভালো মডেলের আট সিটের অটো গাড়ি কিনতে চান সে ক্ষেত্রে আপনার বাজেট লাগবে 2 লক্ষ থেকে 2 লক্ষ 30 হাজার টাকা পর্যন্ত।
তো যারা বড় অটো গাড়িগুলো কিনার চিন্তাভাবনা করেছেন তাদের বাজেট যদি দুই লক্ষ টাকার উপরে থাকে তাহলে তারা বড় আট সিটের অটো গাড়িগুলো কিনতে পারেন। আর বাজার কিন্তু প্রতিনিয়তই আপডাউন করে, সে ক্ষেত্রে আপনি যখনই কোন একটা গাড়ি কিনবেন অথবা কিনার জন্য পছন্দ করবেন, তখন অবশ্যই বর্তমান বাজার দাম যাচাই করুন।