হ্যালো বন্ধুরা, আমরা গ্রামে থাকি এবং বিভিন্ন ধরনের কৃষিকাজ সহ ধান চাষ করে থাকি, আর জমি চাষ করে ধান উৎপন্ন করার জন্য অবশ্যই পাওয়ার টিলার মেশিন এর প্রয়োজন হয়, আর আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা পাওয়ার টিলার মেশিন কিনতে চাচ্ছে, অথবা অনেকেই পাওয়ার টিলার মেশিনের দাম বাংলাদেশে কত সেটা জানতে চায়, তো আমি আজকে পাওয়ার টিলার মেশিনের দাম বাংলাদেশে কত সেটি নিয়েই আলোচনা করব, তো বাংলাদেশ বিভিন্ন ধরনের পাওয়ার টিলার মেশিন রয়েছে, তো আমি প্রত্যেকটির মূল্যই আপনাদের সাথে আলোচনা করব।
আনোয়ার এক্সেল পাওয়ার টিলার দাম
তো বন্ধুরা এখন আমি আপনাদের সামনে আলোচনা করব আনোয়ার এক্সেল পাওয়ার টিলার নিয়ে এবং এই পাওয়ার টিলারের দাম বাংলাদেশে কত? আনোয়ার এক্সেল এই পাওয়ার টিলার টি সম্পূর্ণই নতুন একটি ডিজাইন, অন্যান্য পাওয়ার টিলারের তুলনায় আনোয়ার এক্সেল পাওয়ার টিলার টি অনেক বড়, সেই সুবাদে এই গাড়িটির মূল্য ধরা হয়েছে 4 লাখ টাকা। কেননা এই গাড়িটি দুটি গিয়ার দ্বারা পরিচালিত, একটি গ্যার হচ্ছে ইঞ্জিনের আরেকটি গ্যার হচ্ছে লাঙ্গলের, তাই এই গাড়িটি চালাতে অনেকটাই সুবিধা হয়।
আনোয়ার এক্সেল পাওয়ার টিলারটিতে কিন্তু স্টার্ট দেওয়ার কোন ঝামেলা নেই, এটি সুইজের মাধ্যমে স্টার্ট হয়ে যায়, সে ক্ষেত্রে দেখা যায় অনেকটা সুবিধা হয় কেননা অন্যান্য মেশিনে স্টার্ট দিতেও খুব কষ্ট হয়, তো যারা আনোয়ার এক্সেল পাওয়া নিতে চান তারা কিন্তু এই সুবিধা গুলো পাবেন, যে সুবিধাটা অন্যান্য মেশিনে পাবেন না, তাছাড়া এই ডিজাইন টিও একদম নতুন ডিজাইন যেটা ইতিপূর্বে ছিল না।
সাইফেং পাওয়ার টিলার দাম কত বাংলাদেশ
সাইফেং কিন্তু একটি ভাল কোম্পানি, আমরা অনেকেই সাইফেং পাওয়ার টিলার সম্পর্কে ভালোভাবে জানি, সাইফেং পাওয়ার টিলার পূর্বকাল থেকেই খুব ভালো সার্ভিস দিয়ে আসতেছে, তো আপনারা যদি মোটামুটি ধরনের একটি পাওয়ার টিলার নিতে চান তাহলে সাইফেং পাওয়ার টিলারটি আপনি চয়েস করতে পারেন, কেননা যারা এই সাইফেং পাওয়ার টিলারটি যারাই ব্যবহার করেছে তারাই খুব ভালো ফলাফল পেয়েছে।
আর এই উন্নত মানের গাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ৬০ হাজার টাকায়, সো আপনার যদি বাজেট এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে সাইফেন পাওয়ার টিলারটি ক্রয় করতে পারেন।
aci পাওয়ার টিলার দাম কত বাংলাদেশে
এখন কিন্তু বর্তমান আধুনিক জগতে অন্যান্য যে পাওয়ার টিলার মেশিন গুলো আছে ওইগুলোর সাথে পাল্লা দেওয়ার জন্য মার্কেটের মধ্যে এসেছে aci পাওয়ার টিলার, এ সি আই পাওয়ার টিলারটিও কিন্তু আপনি ক্রয় করতে পারেন গাড়িটি মোটামুটি ভালোই আছে।
aci পাওয়ার টিলারটির মূল্য বাংলাদেশ এক লক্ষ 54 হাজার টাকা, আপনি যদি চান তাহলে এসিআই পাওয়ার টিলার টিউ কিন্তু ক্রয় করতে পারেন, এ সি আই পাওয়ার টিলারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িটির গিয়ার বক্স অত্যন্ত ভালো, যদিও ইঞ্জিনে কোন প্রকার সমস্যা হয়ে যায় তবুও গিয়ার বক্সে কোন প্রকার সমস্যা হয় না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এসিআই পাওয়ার টিলারটি চার্জ করতে পারেন।
ডংফেং পাওয়ার টিলার দাম কত বাংলাদেশ
বাজারে আরও একটি পাওয়ার টিলার এসেছে সেটির নাম হচ্ছে ডংফেং পাওয়ার টিলার, এটির মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনি যেই পাওয়ার টিলারটি কিনতে চাচ্ছেন ডংফেং এর মধ্যে সেটি আপনি চয়েস করে নিতে পারেন কেননা এর মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, তোর মধ্যে একটা প্রাইজ আমি বলতেছি সেটা খুব ভালো মানের ডংফেং পাওয়ার টিলার, সেটার দাম হচ্ছে ২ লক্ষ ২৩ হাজার টাকা, এই পাওয়ার টিলারটি কেমন সেই বিষয়ে তেমন আমার জানা নেই, আপনারা কেউ যদি এই পাওয়ার টিলারটি কিনেন অবশ্যই যাচাই-বাছাই করে কিনবেন।
মিনি পাওয়ার টিলার এর দাম কত
অনেকেই আবার মিনি পাওয়ার টিলার এর দাম জিজ্ঞাসা করে, যার মোটামুটি ভালো জমি আছে তারা কিন্তু মিনি পাওয়ার টিলারটি ব্যবহার করতে পারেন, যেমন আপনার কিছু জমি আছে আপনি আপনার জমিগুলো এই মিনি পাওয়ার টিলারের মাধ্যমে চাষ করতে পারবেন, এমনকি আপনি যদি কৃষিকাজ করেন সে ক্ষেত্রে আপনি আপনার কৃষি কাজেও এই মেয়ে পাওয়ার টিলারের মাধ্যমে করতে পারবেন, আর এই মিনি পাওয়ার টিলারটির দাম হচ্ছে মাত্র ৪৫ হাজার টাকা, আর এই মিনি পাওয়ার টিলার টি হচ্ছে চায়না মাল, যা খুব ভালো।
পাওয়ার টিলার কি
বর্তমান আধুনিক সময়ে কোন কৃষকেই গুরু দিয়ে হাল চাষ করে না, তারা সবাই উন্নত মানের গাড়ি অর্থাৎ পাওয়ার টিলার ব্যবহার করে, ইতিপূর্বে গরুর মাধ্যমে যে চাষ করা হতো, সেই চাষটা বর্তমানে পাওয়ার টিলার দ্বারা করা হয়, আর এই বস্তু অর্থাৎ ইঞ্জিনটাকেই পাওয়ার টিলার বলা হয়।
পাওয়ার টিলার এর কাজ
পাওয়ার টিলার এর বিভিন্ন কাজ রয়েছে, যেমন শুকনো সিজনে জমি থেকে মাটি বাহির করে চাষ করা, আর বর্ষার সময়ে কাদামাটির মধ্যে চাষ করা হয়, এছাড়াও পাওয়ারটিলার আরো বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করার কাজের ক্ষেত্রে পাওয়ারটিলার ব্যবহার করা হয়ে থাকে।
আর একটা কথা আপনি যেকোনো ধরনের পাওয়ার টিলার কিনেন না কেন, অবশ্যই আপনি বাজারের মধ্যে সঠিক দাম যাচাই বাছাই করে নিবেন, কেননা আমরা আপনাকে যেই তথ্য দিয়েছে সেটি বর্তমানে বাজারে নাও থাকতে পারে, পণ্যের দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে প্রত্যেক জিনিসের দামই বৃদ্ধি হয়েছে, সেই হিসাবে পাওয়ার টিলারের দাম কমতেও পারে এমনকি বাড়তেও পারে অবশ্যই আপনি যখন পাওয়ার টিলার কিনবেন তখন বাজারের দাম যাচাই করে নিবেন।