হ্যালো বন্ধুরা প্রতিবারের ন্যায় আজকে আমি আপনাদের সামনে আরও একটি আর্টিকেল নিয়ে এসেছি তবে আজকের আর্টিকেলটি অন্য দিনের আর্টিকেল থেকে ভিন্ন হতে যাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাতুল্লাহ নামটি নিয়ে বেশ মতপার্থক্য দেখা দিয়েছে তো ভাবলাম আমাতুল্লাহ নামটি নিয়েই আজকের আর্টিকেলটি লেখা যাক। তো বন্ধুরা যারা আমাতুল্লাহ নাম সম্পর্কে জানতে চান, কিংবা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন যে আমাতুল্লাহ নামটি ছেলেদের নাকি মেয়েদের এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমার আর্টিকেলটি লিখা।
অন্য পোস্ট মহাকাশ ও মহাশূন্যের মধ্যে পার্থক্য
তাছাড়া আমাতুল্লাহ নামের সাথে আরো কিছু নাম আমি সংযুক্ত করেছি যা আমাতুল্লাহ নামটিকে আরো আকর্ষণীয় করে তুলে। এবং আমি সেই সমস্ত নামের অর্থ ও ব্যাখ্যা আপনাদের সামনে করব তাই আজকের আর্টিকেলটি যদিও একটু বড় হবে কিন্তু আপনারা যদি আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে পারেন তাহলে আশা করি আপনারা খুব ভালো কিছু শিখতে পারবেন এবং আমাতুল্লাহ নাম সম্পর্কে দ্বিতীয় বার আর কোথাও সার্চ করতে হবে না
আমাতুল্লাহ এই নামটি সম্পর্কে আমার লিখার কোন নিয়ত ছিল না, কিন্তু আমি যখন গুগলে সার্চ করলাম তখন দেখলাম অনেকেই তাদের আর্টিকেলে আমতলা নামের ভুল অর্থ অর্থাৎ ব্যাখ্যা দিয়েছে, তাই শুধুমাত্র সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য ও আমতলা নামের আসল অর্থটা বিশ্লেষণ করার জন্যই আজকের আমার এই আর্টিকেলটি তাহলে চলুন এবার আর কথা না বাড়িয়ে সরাসরি বিশ্লেষণে চলে যাওয়া যাক।
এক নজরে সমস্ত বিষয়বস্তু দেখে নিন
- আমাতুল্লাহ নামের অর্থ কি
- আমাতুল্লাহ নামের আরবি ও ইসলামিক অর্থ
- বিভিন্ন ভাষায় আমাতুল্লাহ নামের বানান
- আমাতুল্লাহ নামটি ছেলেদের নাকি মেয়েদের
- আমাতুল্লাহ নামের মেয়েরা কেমন হয়
- আমাতুল্লাহ তাসনিম নামের অর্থ কি
- আমাতুল্লাহ হুমায়রা নামের অর্থ কি
- আমাতুল্লাহ আফিফা নামের অর্থ কি
- আমাতুল্লাহ নামের সাথে সংযুক্ত কিছু নাম
- আমাতুল্লাহ নাম সম্পর্কিত প্রশ্ন উত্তর
- উপসংহার
আমাতুল্লাহ নামের অর্থ কি
আমাতুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দী, কিন্তু অনেকেই এর অর্থ আল্লাহর বান্দা বলে উল্লেখ করেছেন তবে তাদের ব্যাখ্যাটা ভুল আমাতুল্লার নামের সঠিক অর্থ হচ্ছে আল্লাহর বান্দী বা দাসী।
আমাতুল্লাহ নামের ইসলামিক অর্থ হচ্ছে আল্লাহর বান্দী।
আমাতুল্লাহ নামের আরবি অর্থ হচ্ছে আল্লাহর বান্দী।
আমাতুল্লাহ নামটি কি ইসলামিক নাম?
হ্যা আমাতুল্লাহ নামটি হচ্ছে একটি ইসলামিক পারিভাষিক নাম, আমাতুল্লাহ নামটি আরবি শব্দ থেকে নির্গত হয়েছে বা এসেছে। আমাতুল্লাহ নামটি কিন্তু একটি অসাধারণ নাম, এবং এই নামের অর্থটাও আল্লাহর কাছে খুবই প্রিয় মনে করি, কেননা এই নামের অর্থই হচ্ছে আল্লাহর বান্দি। অনেক ইসলামি পরিবারের মেয়েদের এই নামটি রাখা হয়, তাই আপনারাও চাইলে আমাতুল্লাহ নামটি রাখতে পারেন।
বিভিন্ন ভাষায় আমাতুল্লাহ নামের বানান
বিভিন্ন ভাষায় আমাতুল্লাহ নামের বানান নিচে উল্লেখ করা হলো।
আমাতুল্লাহ নামের আরবি বানান - أمة الله
আমাতুল্লাহ নামের উর্দু বানান - امت اللہ
আমাতুল্লাহ নামের ফার্সি বানান - امات الله
আমাতুল্লাহ নামের হিন্দি বানান - अमातुल्लाह
আমাতুল্লাহ নামের ইংরেজি বানান - Amatullah
আমাতুল্লাহ নামের চাইনিজ বানান - 阿馬圖拉
আমাতুল্লাহ নামটি ছেলেদের নাকি মেয়েদের
আমাতুল্লাহ নামটি হচ্ছে মেয়েদের নাম, যদিও অনেকেই আমাতুল্লাহ নামটিকে ছেলেদের নাম বলে পোস্ট করেছে কিন্তু তাদের পোস্ট কিংবা তথ্যটি ভুল। ইসলামের দৃষ্টিতে ইসলামিক পরিভাষায় আমাতুল্লাহ নামটি হচ্ছে মেয়েদের নাম, এবং এই নামটি অর্থ হচ্ছে আল্লাহর বান্দী। আরবি ভাষার নিয়ম অনুযায়ী শব্দের শেষে গুল তা হরফটি আসলে সেটি মহিলাদের নাম হয়। এখানে এমনটাই হয়েছে, কাজেই আমাতুল্লাহ নামটি হচ্ছে সম্পূর্ণ মেয়েদের নাম এবং এটা কোন ছেলেদের নাম নয়।
অর্থের দিক দিয়ে বিবেচনা করলেও আমাতুল্লাহ নামটি মেয়েদের হয়, কিন্তু আমি দেখলাম অনেকেই আমাতুল্লাহ নামের অর্থটাও ভুল লিখেছে তারা লিখেছে আমাতুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, অথচ এটা সম্পূর্ণ ভুল অর্থ হচ্ছে আল্লাহর বান্দী বা দাসী।
আমাতুল্লাহ নামের মেয়েরা কেমন হয়?
আমাতুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর দাসী বান্দী, সো আমাতুল্লাহ নামের মেয়েরা পরহেজগার হওয়াটাই স্বাভাবিক মনে হয়। কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে আমতুল্লাহ নামের মেয়েরা ফরহেজগারই হবে, এমনও তো হতে পারে পরহেজগার নাও হতে পারে, তাই কোন নামের উপর ডিপেন্ড করে এ সমস্ত বিষয় নির্ধারণ করা যায় না।
অন্য পোস্ট মাদ্রাসা শিক্ষার গুরুত্ব
আমাতুল্লাহ তাসনিম নামের অর্থ কি
আমাতুল্লাহ তাসনিম নামের অর্থ: আমাতুল্লাহ এর অর্থ তো আমরা পূর্বে জেনেছি যে আল্লাহর বান্দি বা দাসী। আর তাসনিম এর অর্থ হচ্ছে জান্নাতি ঝর্ণা। আর তাসনিম নামটি কিন্তু খুবই সুন্দর একটি নাম তাসনিম নামটি সুন্দর হওয়ার পাশাপাশি তার অর্থটাও কিন্তু খুবই অসাধারণ একটা অর্থ। তাসনিম হচ্ছে জান্নাতি ঝর্ণা। তাসনিম নামের ইসলামিক ও আরবি অর্থ হচ্ছে জান্নাতের ঝর্ণা। তাই এই অসাধারণ ও চমৎকার নামটি অর্থাৎ আমাতুল্লাহ তাসনিম নামটি আপনি আপনার বাচ্চা মেয়ের জন্য রাখতে পারেন, তাহলে চলুন এইবার জেনে নেই বিভিন্ন ভাষায় আমাতুল্লাহ তাসনিম নামের বানান, আর হ্যা আমাতুল্লাহ তাসনিম এই নামটি অবশ্যই মেয়েদের নাম, কেউ আবার ভুল করে ছেলেদের নাম রেখে দিবেন না।
আমাতুল্লাহ তাসনিম নামের আরবি বানান - أمة الله تسنيم
আমাতুল্লাহ তাসনিম নামের উর্দু বানান - امت اللہ تسنیم
আমাতুল্লাহ তাসনিম নামের ফার্সি বানান - امات الله تسنیم
আমাতুল্লাহ তাসনিম নামের হিন্দি বানান - अमातुल्लाह तसनीम
আমাতুল্লাহ তাসনিন নামের ইংরেজি বানান- Amatullah Tasnim
আমাতুল্লাহ তাসনিম নামের চাইনিজ বানান - 阿馬圖拉·塔斯尼姆
আমাতুল্লাহ তাসনিম নামের আরবি উর্দু ফার্সি হিন্দি ইংরেজি ও চাইনিজ বানান আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। আমাতুল্লাহ নামটি খুবই সুন্দর ও আকর্ষণীয় একটি নাম অনেকেই তাদের সন্তানের নাম আমাতুল্লাহ রেখেছেন আপনিও চাইলে আপনার সন্তানের নাম আমাতুল্লাহ তাসনিম রাখতে পারেন।
আমাতুল্লাহ হুমায়রা নামের অর্থ কি
আমাতুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তায়ালার বাদী, যা আমি ইতিপূর্বে অনেকবার উল্লেখ করেছি। আর হুমায়রা শব্দের অর্থ হচ্ছে সামান্য লাল রং, চলুন এবার দেখি বিভিন্ন ভাষায় আমাতুল্লাহ হুমায়রা নামের বানান।
আমাতুল্লাহ হুমায়রা নামের আরবি বানান - عمة الله حميرة
আমাতুল্লাহ হুমায়রা নামের উর্দু বানান - امت اللہ حمیرہ
আমাতুল্লাহ হুমায়রা নামের ফার্সি বানান - امات الله حمیره
আমাতুল্লাহ হুমায়রা নামের হিন্দি বানান - अमातुल्लाह हुमैरा
আমাতুল্লাহ হুমায়রা নামের ইংরেজি বানান - Amatullah Humayra
আমাতুল্লাহ হুমায়রা নামের চাইনিজ বানান - 阿馬圖拉胡邁拉
আমাতুল্লা তাসনিম নামটি যেভাবে অনেক সুন্দর সেভাবে তার অর্থটিও কিন্তু অনেক সুন্দর। আমাতুল্লাহ হুমায়রা নামটিও কিন্তু আমানতুল্লাহ তাসলিম নামটির মত অনেক সুন্দর আমি আমাদুল্লাহ হুমায়রা নামের বানান বিভিন্ন ভাষায় আপনাদের সামনে উপরে উল্লেখ করেছি। আমতুল্লাহ হুমায়রা নামটিও কিন্তু আপনি চাইলে আপনার সন্তানের জন্য রাখতে পারেন এই নামটিও অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় একটি নাম।
আমাতুল্লাহ আফিফা নামের অর্থ কি
আশা করি আমাতুল্লাহ নামের অর্থ আর বলতে হবে না কেননা ইতিপূর্বে প্রায় ৩-৪ বার আমাতুল্লাহ নামের অর্থ উল্লেখ করেছি। আর আসিফা নামের অনেকগুলো অর্থ আসে যেমন সাধধী গুনি ধার্মিক সচ্চরিত্রা ইত্যাদি, আফিফা নামের আরবি ও ইসলামিক অর্থ হচ্ছে সচ্চরিত্রা ধার্মিক ও গুণী। এবার চলুন বিভিন্ন ভাষায় আমাতুল্লাহ আসিফা নামের বানান দেখে আসি
আমাতুল্লাহ আফিফা নামের আরবি বানান - أمة الله عفيفة
আমাতুল্লাহ আফিফা নামের উর্দু বানান - امت اللہ عفیفہ
আমাতুল্লাহ আফিফা নামের ফার্সি বানান - امات الله عفیفه
আমাতুল্লাহ আফিফা নামের হিন্দি বানান - अमातुल्लाह अफीफा
আমাতুল্লাহ আফিফা নামের ইংরেজি বানান - Amatullah Afifa
আমাতুল্লাহ আফিফা নামের চাইনিজ বানান - 阿馬圖拉阿菲法
তো বন্ধুরা পূর্বের অন্যান্য নাম গুলোর মত আমি আমাতুল্লাহ আফিফা নামের আরবি উর্দু ফার্সি হিন্দি ইংরেজি চাইনিজ ভাষার বানান আপনাদের সামনে উল্লেখ করেছি। আপনারা চাইলে আপনার শিশু সন্তানের জন্য আমাতুল্লাহ নামটিও রাখতে পারেন এ নামটি সম্পূর্ণ একটি ইসলামিক পরিভাষিক নাম তাই নামটি রাখার ব্যাপারে কোন ধরনের আনন্দ করবেন না, আপনি অনায়াসে এই নামটি রাখতে পারেন।
অন্য পোস্ট সেলো মেশিনের দাম বাংলাদেশ
আমাতুল্লাহ নামের সাথে সংযুক্ত কিছু নাম
আমাতুল্লাহ নামটি কিন্তু মেয়েদের একটি নাম আর এই আমাতুল্লাহ নামটির সাথে সম্পৃক্ত আরো অনেকগুলো সুন্দর সুন্দর ইসলামিক নাম আমি নিচে উল্লেখ করেছি। ওই নামগুলো আপনি পড়তে পারেন আশা করি নামগুলো আপনার ভালো লাগবে।
আমাতুল্লাহ আদিবা
আমাতুল্লাহ বুশরা
আমাতুল্লাহ সাদিয়া
আমাতুল্লাহ তাকিয়া
আমাতুল্লাহ জান্নাত
আমাতুল্লাহ তাসনিম
আমাতুল্লাহ জেসমিন
আমাতুল্লাহ মাহমুদা
আমাতুল্লাহ ফারিয়া
আমাতুল্লাহ মানসুরা
আমাতুল্লাহ মর্জিনা
আমাতুল্লাহ মাফিয়া
আমাতুল্লাহ আকলিমা
আমাতুল্লাহ তাসলিমা
আমাতুল্লাহ হালিমা
আমাতুল্লাহ মুসলিমা
আমাতুল্লাহ হাবিবা
আমাতুল্লাহ ফারজানা
আমাতুল্লাহ মাহফুজা
আমাতুল্লাহ রুকিয়া
আমাতুল্লাহ মুবাশিশরা
আমাতুল্লাহ হুমায়রা
আমাতুল্লাহ খাদিজা
আমাতুল্লাহ সাবিহা
আমাতুল্লাহ সুমাইয়া
আমাতুল্লাহ নাবিলা
আমাতুল্লাহ জুলফা
আমাতুল্লাহ লাভলী
আমাতুল্লাহ আয়েশা
আমাতুল্লাহ মিম
আমাতুল্লাহ জিম
আমাতুল্লাহ সালমা
আমাতুল্লাহ তাইয়্যেবা
আমাতুল্লাহ মনিরা
আমাতুল্লাহ হুসাইনি
আমাতুল্লাহ রফিকি
আমাতুল্লাহ নাম সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্ন: আমাতুল্লাহ নামটি কি ইসলামিক
উত্তর: হ্যাঁ আমাতুল্লাহ নামটি হচ্ছে একটি ইসলামিক পরিভাষার নাম।
প্রশ্ন: আমাতুল্লাহ নামটি ছেলেদের নাকি মেয়েদের
উত্তর: আমতুল্লাহ নামটি হচ্ছে মেয়েদের নাম যদিও দেখতে ছেলেদের নামের মত দেখা যায় কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে মেয়েদের নাম
প্রশ্ন: আমাতুল্লাহ নামটি কোন ভাষা থেকে এসেছে
উত্তর: আমাতুল্লাহ নামটি আরবি ভাষা থেকে এসেছে।
প্রশ্ন: আমানতু বিল্লাহ অর্থ কি
উত্তর: আমি আল্লাহর উপর ঈমান আনলাম।
প্রশ্ন: রহমান এর অর্থ কি
উত্তর: রহমান এর অর্থ হচ্ছে দয়ালু।
প্রশ্ন: তাসনিম কি ধরনের নাম
উত্তর: তাসনিম হচ্ছে একটি ইসলামিক নাম যার অর্থ হচ্ছে জান্নাতি ঝর্না।
প্রশ্ন: তাসনিম নামের অর্থ কি
উত্তর: তাসনিম নামের অর্থ হচ্ছে জান্নাতের ঝর্ণা।
হ্যালো এভরিওয়ান আজকে আমি আমাতুল্লাহ নামের সমস্ত বিষয় সম্পর্কে একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমাতুল্লাহ নামের বিভিন্ন পারিবারিক বানান সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি এমনকি তা বানান করে একদম আপনাদের মাঝে লিখে দিয়েছি। তো আপনি যদি আজকের আর্টিকেলটি প্রথম থেকে এই পর্যন্ত পড়ে থাকেন, তাহলে আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন।
উপসংহার: আজকের আর্টিকেলের মধ্যে আলোচনা করেছি আমাতুল্লাহ নামের অর্থ, আমাতুল্লাহ তাসনিম নামের অর্থ, আমাতুল্লাহ আফিফা, আমাতুল্লাহ হুমায়রা, ইত্যাদি আরো অনেক নাম সম্পর্কে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করেছি। তো সমস্ত দিক বিবেচনা করে আপনি আমাতুল্লাহ নামটি রাখতে পারেন। কিংবা আপনি চাইলে আমি আমাতুল্লাহ নামের সাথে সংযুক্ত আরও অনেকগুলো নাম উপরে উল্লেখ করেছি আপনি ওই নামগুলোতে কেউ নাম গুলো থেকেও বাছাই করে রাখতে পারেন, কারণ আমি যে সমস্ত নামগুলো উল্লেখ করেছি সবগুলো নামই হচ্ছে ইসলামিক পারিভাষিক নাম।
অন্য পোস্ট শসা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
Tags
Name