রমজান মাসে কি বিয়ে ও সহবাস করা যাবে: রমজান মাস হচ্ছে একটা ফজিলতের মাস ও রহমতের মাস, রমজান মাসের ফজিলত অন্যান্য মাসের থেকে অনেক উত্তম ও ঊর্ধ্বে রয়েছে কেননা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামীন অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাই আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে এই ফজিলতার মাসে অর্থাৎ রমজান মাসে কি বিয়ে করা যাবে কিংবা সহবাস করা যাবে? তো যারা এই চিন্তা করতেছেন তাদের জন্যই আজকের আমার এই আর্টিকেলটি।
অন্য পোস্ট মাদ্রাসা শিক্ষার গুরুত্ব
যারা রমজান মাসে বিয়ে করা ও সহবাস করা নিয়ে চিন্তিত আছেন তাদেরকে আমি বলব আজকে যদি আপনি আমার এই ছোট্ট আর্টিকেলটি পড়েন তাহলে অবশ্যই আপনি রমজান মাসে বিয়ে করা ও সহবাস করা নিয়ে জানতে পারবেন আশা করি আর অন্য কোথাও এ বিষয়ে আপনার খোঁজাখুঁজি করতে হবে না।
রমজান মাসে কি বিয়ে করা যাবে?
তো দেখেন রমজান মাসে বিয়ে করা কিংবা অন্য যে কোন মাসে বিয়ে করা এটা নিয়ে ইসলামে কোন বাধ্যবাধকতা নেই, তবে শাওয়াল মাসে বিয়ে করার সুন্নত এবং শাওয়াল মাসে বিয়ে করার অনেকগুলো ফজিলত রয়েছে। তবে নির্দিষ্টভাবে এরকম কোন হাদিস নেই যে শাওয়াল মাসেই বিবাহ করতে হবে, ঠিক একই ভাবে এরকম কোন নির্দিষ্টতা নেই যে অমুক মাসে অর্থাৎ রমজান মাসে বিবাহ করা যাবে না অর্থাৎ আপনি চাইলে রমজান মাস এবং অন্যান্য যে কোন মাসেই বিবাহ করতে পারবেন এতে ইসলামের কোন নিষেধাজ্ঞা নেই।
তবে হ্যাঁ যদি এরকম কোন নিয়ম থাকে যে নতুন বিবাহ করার ফলে স্ত্রীর সাথে অনেক দিন সময় কাটাতে হবে কিংবা স্ত্রীকে খুব বেশি সময় দিতে হবে এটা ধরলে দেখা যাবে আপনার রমজানের আমল করতে কমতে হবে অর্থাৎ এই ফজিলতের মাসে আপনি অনেক আমল থেকে বঞ্চিত হয়ে যাবেন। সেই হিসেবে বলা যায় যে যদি আপনি চান সেক্ষেত্রে রমজানেই বিয়ে করতে পারেন আর যদি মনে করেন না রমজানের পর বিবাহ করবেন সেটাও কোন সমস্যা নাই। অর্থাৎ রমজানে বিয়ে করে নিয়ে শেষ কথা এটাই হচ্ছে যে আপনি চাইলে অবশ্যই বিয়ে করতে পারেন এটা নিয়ে ইসলামের কোন বাধ্যবাধকতা নেই, কেননা ইসলাম কোন কিছুকেই কঠিন করে না।
রমজান মাসে কি সহবাস করা যাবে?
তু যারা এই প্রশ্নটি করেন যে রমজান মাসে সহবাস করা যাবে কিনা? তু দেখেন রমজানের রোজা যখন আমরা রাখি অর্থাৎ সেহরি খাওয়ার পর থেকে পরদিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমরা দিনের বেলা বিভিন্ন ধরনের পানাহার থেকে মুক্ত থাকি আল্লাহকে ভয় করার মাধ্যমে। এবং আমরা সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ মাগরিবের পর থেকে আবারো ফজর পর্যন্ত খাওয়া-দাওয়া করতে পারি কেননা এই সময় আমাদের খাওয়া-দাওয়া করার অনুমতি আছে।
ঠিক সেভাবেই আপনি রমজানের সেহরি খাওয়ার পর থেকে পরদিন সূর্য অস্ত যাওয়া অর্থাৎ ইফতার করার আগ পর্যন্ত কোনক্রমে সহবাস করা যাবে না, আর ইফতার করার পর যেমনিভাবে আপনি বিভিন্ন ধরনের খাবার ও পানীয় ব্যবস্থাপনা করতে পারেন ঠিক সেভাবে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন কোন ধরনের কোন সমস্যা নেই। তবে একটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দিনের বেলায় কখনোই আপনি সহবাস করতে পারবেন না কেননা দিনের বেলায় যদি আপনি সহবাস করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, এত করে আপনি অসংখ্য গুনাহের ভাগীদার হবেন।
অন্য পোস্ট গোসলের ফরজ কয়টি ও কি কি
রমজানে সহবাস করার সঠিক সময় কখন
অনেকে আবার এটাও জানতে চাই যে রমজান মাসে সহবাস করার সঠিক সময় কখন বা কখন সহবাস করা ভালো। দেখেন রমজান মাস যেহেতু ফজিলতের মাস তাই এই মাসে কিছু আমলের প্রয়োজন আছে সে ক্ষেত্রে আপনি সবকিছুর দিকে চিন্তা ভাবনা করে, সেহরি খাওয়ার আগে আপনি সহবাস করে তারপর গোসল করে নিবেন এটাই আপনার জন্য রমজানে সহবাস করার সঠিক সময়। এছাড়া আপনি যদি ইচ্ছা করেন তবে এশারের পরও সহবাস করতে পারেন তবে অবশ্যই সহবাস করার পর নাপাক অবস্থায় থাকবেন না অর্থাৎ তাৎক্ষণিক গোসল করে নিবেন।
কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নফল রোজা রেখে সহবাস করা যাবে কি
উত্তর: আপনি যদি নফল রোজা রাখেন তবুও আপনি সহবাস করতে পারবেন না।
প্রশ্ন: সেহরি খাওয়ার পর কি সহবাস করা যাবে
উত্তর: না, সেহরি খাওয়ার পর থেকে ইফতার করার আগ পর্যন্ত সহবাস করা যাবে না, যদি আপনি সেহরি খাওয়ার পর স্ত্রী সঙ্গম বা সহবাস এরকম কোন কাজে লিপ্ত হন এতে করে আপনার রোজা নষ্ট হয়ে যাবে।
প্রশ্ন: স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে
উত্তর: না, ঘুমন্ত অবস্থায় যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় সে ক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না। তবে হা আপনি যদি অন্য কোন উপায়ে নিজের ইচ্ছামত স্বপ্নদোষ করেন সে ক্ষেত্রে আপনার রোজা নষ্ট হয়ে যাবে।
পোস্ট ট্যাগ: রমজান মাসে কি বিয়ে করা যাবে, রমজান মাসে কি সহবাস করা যাবে, রমজান মাসে সহবাস করার সঠিক সময় কখন।
এই আর্টিকেলে রমজান মাসে বিয়ে ও সহবাস করা যাবে কিনা নিয়ে শেষ কথা
আমি আপনাদের সামনে রমজান রমজান মাসে বিয়ে করা যাবে কিনা এ বিষয়ে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করেছি এবং রমজান মাসে সহবাস করা যাবে কিনা এটা সমাধান আপনাদের কে দিয়েছে, তো আশা করি আমার আজকের এই পশ্চিম মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন আর যদি মনে করেন এই পোস্টটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনি আমার পোস্টটি শেয়ার করতে পারেন।
অন্য পোস্ট রমজান নিয়ে কিছু কথা
Tags
Islamic