ইন্ডাকশন চুলার দাম ২০২৩: হ্যালো বন্ধুরা এই আধুনিক এবং স্মার্টযোগে আমরা অনেকেই স্মার্ট এর দিকে এগিয়ে যাচ্ছি। তাই এখন বর্তমানে মানুষেরা লাকির ছোলা বাদ দিয়ে গ্যাস এবং কারেন্টের চুলায় রান্না করা শুরু করছে, তো আজকে আমি সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। কেননা অনেক লোকেরা আছে যারা ইন্ডাকশন চুলার দাম জানার জন্য অনলাইনে এভাবে সার্চ করে যে ইন্ডাকশন চুলার দাম ২০২৩, আবার অনেকে এভাবেও সার্চ করে যে induction cooker price in bangladesh 2023। তো বন্ধুরা যারা অনলাইনে অথবা বিভিন্ন প্লাটফর্মে এভাবে ইন্ডাকশন চুলার দাম জানার জন্য খোঁজাখুঁজি করতেছেন তাদের জন্যই আমার আজকের আর্টিকেলটি।
অন্য পোস্ট সাইকেলের ব্যাটারির দাম
আমি আপনাকে নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনি যদি আমার আর্টিকেলটি করেন তাহলে ইনডাকশন চুলার দাম ২০২৩ সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন। এবং আপনি চাইলে ইনডাকশন চুলা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন, সেই সাথে আমি ইনডাকশন চুলার সুবিধা গুলো আপনাদের সাথে বর্ণনা করবো, যাতে করে আপনারা ইন্ডাকশন চুলা কিনার পূর্বে সব কিছু সম্পর্কে ভালোভাবে জানতে পারেন
ইন্ডাকশন চুলার দাম ২০২৩
আমি আপনাদের সামনে যেই ইন্ডাকশন চুলার দাম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি সম্পূর্ণ নতুন মডেল কেননা এই মডেলটি জানুয়ারি মাসেই লঞ্চ হয়েছে। তো নতুন মডেলের যে দুইটা চুলার দাম নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই দুইটা চুলা হচ্ছে মিয়াকো কোমরপানির, তাছাড়া আপনারা অনেকেই হয়তো জানেন যে মিয়াকো কোম্পানির পণ্যগুলো অনেক ভালো হয়ে থাকে। আর যারা জানেন না তারাও জেনে নিন যে মিয়াকো কোম্পানির পণ্যগুলো অন্যান্য পণ্যগুলোর তুলনায় অনেক গুণ ভালো হয়ে থাকে।
ইন্ডাকশন চুলার দাম ২০২৩ হচ্ছে চার হাজার পাঁচশ টাকা, তবে এটা হচ্ছে একদম এক নাম্বার চুলার দামটা, তবে এখন অফার হিসেবে এটার দাম ৩৬৫০ টাকা, তবে অন্যান্য ধরনের যে নিম্নমানের চুলাগুলো রয়েছে ওইগুলোর দাম আরো কমের মধ্যে রয়েছে। এখন আপনাদের যাদের এই চুলাটা প্রয়োজন বা এই চুলাটা অন্য সিলিন্ডার থেকে ভালো মনে করেন তারা অবশ্যই ৩৬৫০ টাকা দিয়ে চুলাটি অর্ডার করতে পারেন। তো বন্ধুরা আসুন প্রথমে আমরা যে দুইটা চুলা নিয়ে আলোচনা করব সেই দুইটা চুলার মডেল নাম্বার গুলো জেনে নেই।
তো প্রথম যে চুলাটা এটার মডেল হচ্ছে TC - MARBL E02. এবং দ্বিতীয় যে চুলাটি সেটির মডেল হচ্ছে TC - MARBL E01. আর এই দুইটার প্রত্যেকটা চুলারই ২২০০ ওয়ার্ড থাকবে। এই চুলাগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কতটুকু ব্যবহার করবেন কিংবা বাড়িতে যদি বাচ্চাকাচ্চা থাকে তাহলে কিভাবে ব্যবহার করলে তাদের জন্য সেভ হবে, এবং এই চুলা ব্যবহার করার ফলে কতটুকু কারেন্ট খরচ হবে ইত্যাদি এ টু জেড সমস্ত বিষয় নিয়েই আমি আলোচনা করব ইনশাআল্লাহ।
ইন্ডাকশন চুলার দাম ২০২৩ | ইন্ডাকশন চুলা ব্যবহার করার নিয়ম
তো ইন্ডাকশন চুলা ব্যবহার করা খুবই সহজ হয়ে থাকে, আপনার নিচে ওয়ান অফ সুইচ থাকবে আপনি ওয়ান টেপ করলেই চুলাটি অন হয়ে যাবে। তবে আপনি যখন অন করবেন তখন যদি চুলার উপরে কোন রকমের ডেক পাতিল না দেন তাহলে কিন্তু চুলাটি অন হবে না। অর্থাৎ আপনি সুইচ দিলেও যদি চুলার উপর কোন রকমের পাতিল না বসান তাহলে চুলাটি অন হবে না আবার যখন আপনি পাতিল বসিয়ে দিবেন তখন চুলাটি অটোমেটিক অন হয়ে যাবে।
তারপর এই চুলাটির মোবাইলের টাচ এর মত আগুনের তাপ বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন, অর্থাৎ আপনি টাচ এর মত ধরে ডান দিকে টান দেন তাহলে চুলাটির পাওয়ার বাড়বে এবং আপনি যদি টাচ করে বাম দিকে টান দেন তাহলে চুলাটির পাওয়ার কমে যাবে, অর্থাৎ একদম সিম্পল কাজ ব্যবহার করা খুবই সহজ এবং সুন্দর হয়ে থাকে ইন্ডাকশন এই চুলা গুলো।
তাছাড়া অনেকের বাড়িতেই বাচ্চা কিংবা বৃদ্ধ লোক থাকে তো তাদের প্রশ্ন হচ্ছে এই চুলাটি তাদের জন্য কতটুকু সেভ হবে বা কতটুকু নিরাপদ হবে। তো এই চুলাটির মধ্যে আপনি যখন কোন পাতিল বসাবেন তখন ওই পাতিল গরম হবে এবং রান্না হয়ে যাবে কিন্তু এই চুলাটি একটু মাত্র গরম হবে না, অর্থাৎ শুধুমাত্র বাতিল গরম হবে এবং পাতিল এর ভিতর যেই জিনিস দিবেন ওইটা রান্না হবে কিন্তু চুলা ঠিক ওই ঠান্ডা থাকবে, যদি বাচ্চা কিংবা বৃদ্ধ লোকেরা চুলার মধ্যে ধরে ফেলে তাহলে কোন রকম সমস্যা হবে না।
আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ইন্ডাকশন চুলার মধ্যে যদি বাতিল মার কিংবা পানি পড়ে তাহলে কি চুলার কোন কিছু হবে? কিংবা চুলার কোন ধরনের ক্ষতি হবে কিনা। তো ইনন্ডেকশন চুলাটি এরকম ভাবে তৈরি করা এই চুলাটি রানিং অবস্থায়ও ঠান্ডা থাকবে আবার এই চুলার মধ্যে যদি কোন ধরনের বাতিল মার কিংবা পানি পড়ে যায় তাহলে কোন রকমের কোন সমস্যা হবে না, অর্থাৎ আমি মনে করি এই চুলাটি অন্য চুলা অপেক্ষা খুবই ভালো এবং অন্যান্য চুলা অপেক্ষায একদম সেভ হয়ে থাকবে। তো যাদের বাচ্চার ভয় করেন যে বাচ্চার আঁচলের মধ্যে হাত দেবে তারা ইনজেকশন এই ছেলেটি ব্যবহার করতে পারেন কেননা এই চুলাটি রানিং অবস্থায়ও ঠান্ডা থাকবে এবং পানি পড়ার মাধ্যমে কোন ধরনের ক্ষতি হবে না।
তো আবার অনেকে প্রশ্ন করে তাকে যে চুলার পাওয়ার টা রান্না করা অবস্থায় কোন জায়গায় রাখলে খুব ভালো হবে অর্থাৎ রান্না করতে সুবিধা হবে এবং কারেন্টও সাশ্রয় হবে। তো আপনারা দেখবেন হটপট একটা অপশন আছে অর্থাৎ হটপটের মত একটা চিহ্ন আছে ওই চিহ্নটার মধ্যে রাখলেই সবচাইতে ভালো হবে এবং এই জায়গায় রান্নাও ভালো হবে এবং বিল ও সাশ্রয় হবে।
অন্য পোস্ট সেলো মেশিনের দাম বাংলাদেশ
ইন্ডাকশন চুলা ব্যবহার করলে কত খরচ হয়
এখন আমরা একদমই টোটালি পরিষ্কার হয়ে যাব যে ইন্ডাকশন চুলা ব্যবহার করলে মাসিক কত টাকা খরচ হয় কিংবা খরচ হতে পারে। তো ধরেন আপনাদের একটা ছোট ফ্যামিলি একটা ফ্যামিলিতে যদি মাসে একটা গ্যাসের বোতল খরচ হয় আর একটা গ্যাসের বোতলের দাম ধরেন ১৫০০ টাকা, তো এক মাসে ১৫০০ টাকা খরচ হয়ে যাচ্ছে আপনার একটা গ্যাসের বোতলের পিছনে।
এখন আমি যদি ইনডাকশন চুলাটা কারেন্টের মাধ্যমে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কত খরচ হবে এটাই তো প্রশ্ন আপনার মনে তাই না?? আপনি যদি ১০০০ ওয়াট করে প্রতিদিন এক ঘন্টা কিংবা দুই ঘন্টা ব্যবহার করেন সে ক্ষেত্রে আপনার প্রতি ঘন্টায় পিছে পাঁচ ইউনিট খরচ হবে, আর এক মাসে আপনার এভাবে ধরলে আপনার খরচ হবে অর্থাৎ বিদ্যুৎ বিল উঠবে দেড়শ টাকা, আর আপনি যদি দুই ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার মাসে বিদ্যুৎ বিল উঠবে 300 থেকে 350 টাকা পর্যন্ত।
এখন আপনার মনে আবার প্রশ্ন থাকতে পারে যে দুই ঘন্টায় আপনি কয়টা তরকারি বা কয়টা জিনিস আনতে পারব, তো আপনি দুই ঘন্টায় চারটা তরকারি বা জিনিস রান্না করতে পারবেন। আর আপনার যদি বড় ফ্যামিলি হয় দিনে তিন ঘন্টা কিংবা ৪ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে হয় সে ক্ষেত্রে আপনার প্রতি মাসে ৬০০ টাকার উপরে বিল কখনো আসবে না। এখন আপনি যদি দুইটা গ্যাসের বোতল কিনেন সে ক্ষেত্রে আপনার মাসে তিন হাজার টাকা খরচ হবে, আর এই জায়গায় ইন্ডাকশন চুলা ব্যবহার করে আপনি 600 টাকার মধ্যেই পুরো মাস চলতে পারবেন, তো আশা করি খরচের ব্যাপারটা বুঝতে পেরেছেন।
ইন্ডাকশন চুলার ওয়ারেন্টি কত দিন
তো এই চুলার ওয়ারেন্টি সম্পর্কে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে। অর্থাৎ অনেকে বলে থাকে যে পাঁচ বছরের কিংবা তিন বছর চার বছরের ওয়ারেন্টি দেয়া হয় তো এটা মূলত আসলে ভুল ধারণা। ইন্ডাকশন চুলার মূলত ওয়ারেন্টি হচ্ছে আপনি যেদিন থেকে কিনবেন সেদিন থেকে এক বছর পর্যন্ত সার্ভিস ফ্রি দেওয়া হবে, আর এক বছরের পরে যদি আপনি আপনি কাজ করাতে চান চুলার মধ্যে যদি নষ্ট হয় সে ক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে।
এই (ইন্ডাকশন চুলার দাম ২০২৩ | induction cooker price in bangladesh 2023) পোস্টের শেষ কথা
তো সম্মানিত পাঠক ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে ইন্ডাকশন চুলা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। অর্থাৎ ইন্ডাকশন চুলার দাম, ইন্ডাকশন চুলা ব্যবহারের নিয়ম, ইন্ডাকশন চুলা ব্যবহার করলে কত খরচ হতে পারে মাসিক বিদ্যুৎ বিল, এই সমস্ত বিষয়ে উপর আলোচনা করা হয়েছে, এখন আপনারা এই সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য করে ইন্ডাকশন চুলাটি ক্রয় করতে পারেন। তাছাড়া ইন্ডাকশন চুলা সিলিন্ডার থেকে অনেকটা নিরাপদ হয়ে থাকে কারণ এই চুলার মধ্যে কোন রিস্ক নেই, একদম অনায়াসে কোন প্রকার রিস্ক ছাড়া আপনারা এই ইন্ডাকশন চুলাটি ব্যবহার করতে পারেন।
পোস্ট ট্যাগ: ইন্ডাকশন চুলার দাম ২০২৩, induction cooker price in bangladesh 2023, ইন্ডাকশন চুলা ব্যবহার করার নিয়ম, ইন্ডাকশন চুলা ব্যবহার করলে কত খরচ হয়, ইন্ডাকশন চুলার ওয়ারেন্টি কত দিন।
তবে আপনাদেরকে বলে রাখি ইন্ডাকশন চুলার মধ্যে কিন্তু আবার এক নাম্বার এবং দুই নাম্বার রয়েছে কেননা সবকিছুর মধ্যে এক নাম্বার এবং দুই নাম্বার রয়েছে, সে ক্ষেত্রে ডুপ্লিকেট যে চুলাটা সেটা কিন্তু আপনি 3000 টাকার মধ্যে কিনে নিতে পারবেন।
অন্য পোস্ট হামকো সোলার ব্যাটারি দাম
Tags
Info