হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই এরকম আছে যে তারা মোবাইলের রেম কিভাবে দেখে এই জিনিসটা জানে না আবার অনেকেই আছে রেম এর কাজ কি? মোবাইলের র্যাম বেশি থাকলে কিংবা কম থাকলে কি হয় সেই বিষয়টা সম্পর্কে জানতে চায় আর এই মোবাইলের রেম এর প্রয়োজনীয় তাই বা কি।
অন্য পোস্ট মাদ্রাসা শিক্ষার গুরুত্ব
তো বন্ধুরা যাদের মনে এই ধরনের প্রশ্ন থাকে মূলত তাদের জন্যই আজকের আমার এই ক্ষুদ্র আর্টিকেলটি, আমি এই আর্টিকেল এর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলের ram কত তা দেখতে পারবেন, এবং এবং আমি আপনাদের এটাও বলে দিব যে মোবাইলের রেম এর কাজ কি? কিংবা মোবাইলের রেমের প্রয়োজনীয়তা কি? তো চলুন এবার দেরি না করে আমাদের মূল কাজে চলে যাওয়া যাক।
মোবাইলের রেম কি
মূলত রেম টা হচ্ছে একটা যোগাযোগ মাধ্যমের মত, তাছাড়া রেম টা সম্পর্কে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে মোবাইলের রেম কি??
ধরেন আপনার বাসায় একটা বইয়ের লাইব্রেরী আছে, তো সেই বইয়ের লাইব্রেরীর মধ্যে অনেক রকমের বই আছে আর সেই লাইব্রেরী থেকে আপনি ধরতে পারেন স্টোরেজ অর্থাৎ আপনার মোবাইলের মেমোরি। এবার আপনি যখন আপনার লাইব্রেরির থেকে কোন একটা বই নিয়ে পড়ার জন্য টেবিলে রাখলেন তখন সেই টেবিলটাই হল ram। অর্থাৎ আপনার লাইব্রেরীটা হচ্ছে স্টোরেজ আর লাইব্রেরী থেকে বই নিয়ে যেখানে বসে পড়বেন অর্থাৎ টেবিলটা হচ্ছে আপনার মোবাইলের রেম আশা করি রেম এর বিষয়টা আপনি বুঝতে পেরেছেন।
মোবাইলের রেম এর কাজ কি
আপনি যদি ধরেন তাহলে কিন্তু পুরো মোবাইলটাই রেম এর উপর নির্ভরশীল ধরা যায়। যেমন ধরেন আপনি play store থেকে যখন কোন একটা অ্যাপস ডাউনলোড করবেন হোক সেটা ৫০০ এমবি কিংবা ওয়ান জিবি কিংবা আরো কম বেশি হতে পারে। যখন আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তখন ডাউনলোড করার পরে সেটা চলবে আপনার মোবাইলে রেম এর উপর, অর্থাৎ আপনি যদি ফ্রী ফায়ার গেমস থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার মোবাইলের নেট যদি ওয়ান জিবি হয় তখন আপনি একসাথে ফ্রী ফায়ারের সাথে অন্য আরেকটা অ্যাপস রান করতে পারবেন না, কেননা আপনার মোবাইলের রেম একদমই কম, ২ জিবির মতো আর কোন একটা অ্যাপস একসাথে লোড নিতে পারবে না।
অর্থাৎ আপনার মোবাইলের রেম যদি বেশি থাকে তাহলে আপনি খুব ভালো মানের সফটওয়্যার অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং এমনকি ব্যবহার করতে পারবেন। আর আপনার মোবাইলের রেম যদি একদম কম হয় সে ক্ষেত্রে আপনি ভালো মানের সফটওয়্যার গুলো আপনার মোবাইলে ইন্সটল করতে পারবেন না, যদিও ইন্সটল করেন পরবর্তীতে আপনার মোবাইল খুব বেশি পরিমাণে হ্যাং করবে যে আপনার কাছে অবশ্যই বিরক্তিকর লাগবে।
তো আশা করি বুঝতে পেরেছেন মূলত মোবাইলের ram এর কাজ কি। মোবাইলের জন্য রেমি হচ্ছে আসল আপনার মোবাইলে যদি ভালো রেম থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল ফাস্ট কাজ করবে আর যদি আপনার মোবাইলে রেম একদমই কম থাকে সে ক্ষেত্রে আপনার মোবাইলটি স্লো কাজ করবে, এবং আপনি ভাল মানের কোন সফটওয়্যার কিংবা এপ্স আপনার মোবাইলে ইন্সটল করতে পারবেন না।
অন্য পোস্ট হোন্ডা বাইক বাংলাদেশ প্রাইস ২০২৩
মোবাইলের রেম কিভাবে দেখে
তো উপরে আমি আপনাদেরকে মোবাইলের রেম বলতে কি বুঝায়? এই মোবাইলের রেম এর কাজ কি এই বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তুই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলের রেম দেখতে পারবেন, তাও চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে সহজেই আপনার স্মার্টফোনের রেম কত সেই বিষয়টি দেখবেন।
তো বন্ধুরা এক একটা মোবাইলে এক এক ভাবে ফোনের রেম কত সেটা চেক করতে হয়, যেমন ভিভো মোবাইলে একভাবে রেম চেক করতে হয়, স্যামসাং মোবাইলে একভাবে ram চেক করতে হয়, অপু মোবাইলে এক ভাবে র্যাম চেক করতে হয়, ভিন্ন ভিন্ন মোবাইলের ভিন্ন ভিন্ন নিয়মে মোবাইলে রেম চেক করতে হয়।
তো আমি আজকে আপনাদের কি যেই বিষয়টি বলে দিব সেটার মাধ্যমে আপনি যে কোন মোবাইলের ঐ চেক করতে পারবেন, আপনার মোবাইলটা যেই ব্র্যান্ডেরই হোক না কেন আমি আপনাকে যেটা বলে দিবো সেভাবে আপনি আপনার মোবাইলে চেক করতে পারবেন যে আপনার মোবাইলে কত জিবি র্যাম রয়েছে। তাহলে আসুন জেনে জেনে নেয়া যাক মোবাইলের এম চেক করার বিষয়টি।
প্রথমেই আপনি আপনার যেই মোবাইলের রেম চেক করতে চাচ্ছেন সেই মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন, সেটিং অপশনে যাওয়ার পর উপর দিকে দেখবেন একটা সার্চ বার অপশন রয়েছে, সেখানে আপনি সার্চ করবেন এবাউট ফোন About phone এই অপশনটিতে ক্লিক করার পরেই আপনাকে সরাসরি আপনার মোবাইলের সেই কাঙ্ক্ষিত র্যাম কত আছে সেই অপশনটিতে নিয়ে যাবে, পাশাপাশি আপনার মোবাইলের স্টোরেজ কত, মোবাইলের প্রসেসর কত, অ্যান্ড্রয়েড ভার্সন কত ইত্যাদি সবকিছুই আপনি তখন সেখান থেকে দেখতে পারবেন।
তো আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি আপনি চেক করেন তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইলের কাঙ্খিত রেমি, রম ও প্রসেসর ইত্যাদি সব দেখতে পারবেন, এরপরেও যদি আপনি এভাবে দেখতে না পারেন সে ক্ষেত্রে আপনার কি সমস্যা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা খুব তাড়াতাড়ি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
অন্য পোস্ট সেলো মেশিনের দাম বাংলাদেশ