হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে জনপ্রিয় বা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, যা সত্যিই আপনাদের উপকারে আসবে।
অন্য পোস্ট মাদ্রাসা শিক্ষার গুরুত্ব
আমাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, অর্থাৎ টাকা পয়সা উড়ানোর মতো সমর্থ্য নাই প্রয়োজন অনুযায়ী আমাদেরকে খরচ করতে হয়। তো মুলত আমরা এরকম মধ্যবিত্ত পরিবারের যারা আছি তারা অনেক সময় যদিও শখ থাকে নতুন একটা মোবাইল কেনার কিন্তু টাকার অভাবে নতুন ফোন কেনা হয় না। তো আমরা একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল অর্থাৎ সেকেন্ড হ্যান্ড পুরাতন মোবাইল ক্রয় করার ইচ্ছা করি।
সে ক্ষেত্রে আমরা অনেকেই পুরাতন মোবাইল কিনে বিভিন্ন রকমের ঝামেলায় পড়ি অর্থাৎ অনেক ধরনের সমস্যায় পড়তে হয়, যেরকম ধরেন আপনি যার কাছ থেকে মোবাইলটি কিনবেন সে বলেছে আমার মোবাইলটি কিনেছি মাত্র ২-৩ মাস হয়েছে, সে ক্ষেত্রে আপনি যদি এই মোবাইল বিষয়ে না জানেন তাহলে কিন্তু তার কথাটি আপনাকে মেনে নিতে হবে। কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইলটি কবে মার্কেট থেকে কেনা হয়েছে সেটা খুব সহজেই দেখতে পারবেন, আশা করি আমার এই আর্টিকেলটি পড়ার পরে আজকে থেকে আর কোনদিন আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনা নিয়ে প্রতারিত হবেন না।
মোবাইল কতদিন ব্যবহার হয়েছে কিভাবে দেখব
আপনার হাতের মোবাইলটি কিংবা যে মোবাইলটি কিনবেন অথবা যে কোন মোবাইল হতে পারে আপনি মোবাইলটি কতদিন ব্যবহার করছে অর্থাৎ কত তারিখ মোবাইলটি রেজিস্ট্রেশন করেছে সেটি দেখানোর দুইটা প্রসেস আমি দেখিয়ে দিব। এই দুইটা প্রসেসের যেকোনো একটা উপায়ে আপনি আপনার হাতের মোবাইলটি কিংবা আপনার কাঙ্খিত মোবাইলটির রেজিস্ট্রেশনের তারিখ জেনে নিতে পারবেন।
ফোন কেনার তারিখ
তো ফোন কিনার তারিখ অর্থাৎ মোবাইলটি কতদিন হয়েছে সে বিষয়টি জানার জন্য প্রথম যে প্রসেসটি আমি আপনাকে দেখিয়ে দেবো সেটি হচ্ছে আপনি যেকোনো একটা ব্রাউজারে প্রবেশ করুন। যেমন ধরেন গুগল কিংবা ক্রম ব্রাউজার অথবা অপেরা মিনি যে কোন একটিতে প্রবেশ করুন, অতঃপর ব্রাউজারে এগিয়ে সার্চ করুন My device লিখে, অথবা আপনার সামনে প্রথমেই একটা গুগলের সাইট চলে আসবে আপনি সেই সাইটটিতে প্রবেশ করুন।
সেখানে প্রবেশ করার পর আপনার মোবাইলের নম্বর অর্থাৎ মোবাইলের মডেল নাম্বারটি এবং আপনার মোবাইলের বর্তমান চার্জ কত আছে সেটি দেখাবে, অতঃপর আপনি ডানপাশে একটা আই বাটন পাবেন সেখানে ক্লিক করার পরেই আপনার সামনে কাঙ্খিত সেই তথ্যগুলো চলে আসবে, আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনশট আকারের নিচে ছবিগুলো তুলে ধরছি।
অতঃপর আপনি দেখতে পাবেন প্রথমে আপনার মোবাইলে আইবি নাম্বারটি দেখাইতেছে, অতঃপর দ্বিতীয় নাম্বারে আপনার মোবাইলটি কবে রেজিস্ট্রেশন হয়েছে সেটা দেখাবে, এবং তৃতীয় নাম্বারে আপনি যেই সময় মোবাইলটিকে চেক করতেছেন সেই সময়টা দেখাবে।
আর আপনি যখন এটা চেক করবেন তখন অবশ্যই আপনার মোবাইলে ডাটা কানেকশন চালু রাখতে হবে, কেন যখনই আপনার মোবাইলে ডাটা কানেকশন চালু থাকবে তখন google আপনার মোবাইলের তথ্যগুলো সংগ্রহ করতে পারবে, আর আপনি যদি ডাটা কানেকশন অফ রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের তথ্য গুলো আপনি দেখতে পারবেন না।
তো আরেকটি উপায়ে আপনি আপনার মোবাইলের তথ্য দেখতে পারবেন সেটি হচ্ছে প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে My device লিখে সার্চ করবেন, অতঃপর আপনার সামনে প্রথমেই যে অ্যাপসটি আসবে সেটি ইন্সটল করে নিবেন।
এরপর আপনি অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন তারপর আপনাকে কোন একটা জিমেইল দিয়ে অ্যাপসটি কে লগইন করে নিতে হবে, আপনার জানা একটি জিমেইল দিবেন এবং সেই জিমেইলে পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটি কে লগইন করবেন, অতঃপর আপনি অ্যাপসের ভিতর প্রবেশ করার সাথে সাথেই আপনাকে আপনার মোবাইলের তথ্যগুলো দেখাবে।
তো বন্ধুরা এখন থেকে আপনার যখন এই কোন পুরাতন মোবাইল কিনবেন তখন অবশ্যই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখবেন, কেননা যে মোবাইলটি বিক্রি করবে সে তো চাইবেই তার মোবাইলের বয়স কম বলতে, কিন্তু আপনি আমি যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি এর যে কোন একটি প্রসেস কে এপ্লাই করবেন এবং তাৎক্ষণিক দেখে নিবেন আসলেই এই মোবাইলের বয়স কত, তাহলে আশা করি আপনাকে আর কেউ এই বিষয়ে ঠকাতে পারবেনা।
অন্য পোস্ট সেলো মেশিনের দাম বাংলাদেশ