ইজি বাইকের ব্যাটারি দাম কত: আমরা যারা সাধারন পর্যায়ের মানুষ হয়েছি তারা পরিশ্রম করেই আমাদের জীবন যাপন করতে হয়। সেই সুবাদে আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত আছি এবং বিভিন্ন জন বিভিন্ন কাজ করে আমাদের পরিবার ও সংসার চালাচ্ছি। আবার অনেকেই আছে যারা বাইক চালিয়ে তাদের নিজেদের সংসার চালাচ্ছে, অনেক ভাইয়েরা অনলাইনে প্রতিনিয়ত সার্চ করতেছে যে ইজি বাইকের ব্যাটারি দাম কত, আবার অনেকে এটাও সার্চ করতেছে যে ইজি বাইকের পাওয়ার প্লাস ব্যাটারি দাম কত।
তো বন্ধুরা যারা এই সমস্ত খোঁজাখুঁজি করতেছেন তাদেরকে আমি বলব আপনি একদম সঠিক জায়গায় এসেছেন কেননা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন ইজি বাইকের ব্যাটারির দাম কত, এবং আপনি এটাও জানতে পারবেন ইজিবাইকের পাওয়ার প্লাস ব্যাটারি দাম কত, তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়তে থাকুন।
অন্য পোস্ট ভলভো সোলার ব্যাটারির দাম ২০২৩
ইজি বাইকের ব্যাটারি দাম কত
ইজি বাইকের ব্যাটারির দাম যথাক্রমে ৯১০০, ৯৩০০, ৯৫০০, ৯৮০০ টাকা পর্যন্ত আপনি কিনতে পারবেন। আপনারা যারা ইজি বাইক চালান তারা হয়তোবা অবশ্যই অবগত আছেন জিংডিং এস আর পাওয়ার প্লাস ব্যাটারি সম্পর্কে, তো আমি আজকে যে পাওয়ার প্লাস ইজি বাইকের ব্যাটারি দাম নিয়ে আলোচনা করব এটি একদম অরজিনিয়াল পাওয়ার প্লাস এর ব্যাটারি। এবং এই ব্যাটারির উপরে মালিকের ছবি পর্যন্ত পেয়ে যাবেন।
কিন্তু বর্তমানে অনেক কোম্পানি এরকম রয়েছে বা ব্যবসায়ী কি রকম রয়েছে যে তারা ইজিবাইকের পাওয়ার প্লাস ব্যাটারি বলে অন্যান্য ব্যাটারি সেল করতেছে। কিন্তু আদৌ সেটা পাওয়ার প্লাস ব্যাটারি নয় তাই ওদের কাছ থেকে ব্যাটারি কিনে হয়তো বা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে বা ঠকেছে, তো আপনারা অবশ্যই ব্যাটারি কেনার ক্ষেত্রে ওরজিনিয়াল পাওয়ার প্লাস কিনা এটা যাচাই করে নিবেন।
তো আপনারা ইজিবাইকের পাওয়ার প্লাস অরিজিনাল ব্যাটারিটি যেভাবে চিনবেন সেটা হল, প্রত্যেকটা অরিজিনাল ব্যাটারির মধ্যে ক্ষুদাই ভাবে পাওয়ার প্লাস নাম লিখা থাকবে, সো এটা দেখে আপনারা খুব সহজেই চিনতে পারবেন যে এটা অরজিনিয়ার পাওয়ার প্লাস এর ব্যাটারি। কিন্তু আবার এই জায়গাতেও অসাধু ব্যবসায়িকরা বুয়া ব্যাটারির উপরে পাওয়ার প্লাস ব্যাটারি লিখে রেখেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি আপনি যে ভাইকে যেন পাওয়ার প্লাস ব্যাটারিটি খরিদ করেন।
আর এই ইজি বাইকের জন্য পাওয়ার প্লাস ব্যাটারিটি যদি আপনি খরিদ করেন সে ক্ষেত্রে আপনি দুই বছর পর্যন্ত আপনার ইজি বাইক চালাতে পারবেন, আশা করি কোন প্রকার বাধা বিপত্তি ছাড়াই দুই বছর ইউজ করতে পারবেন, কেননা পাওয়ার প্লাস ব্যাটারিটি ইজি বাইকের জন্য একটি বেস্ট এবং খুবই ভালো মানের ব্যাটারি।
পাওয়ার প্লাস ব্যাটারি দাম কত
পাওয়ার প্লাস ব্যাটারির দাম যথাক্রমে ৯১০০ টাকা থেকে ৯৮০০ টাকার মধ্যে পর্যন্ত আপনি কিনতে পারবেন। তো মূলত আমি উপরে যে ব্যাটারি টি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি, তাই নতুন করে আর পাওয়ার প্লাস ব্যাটারির দাম নিয়ে আলোচনা করতে হচ্ছে না। ইজি বাইকের জন্য পাওয়ার প্লাস ব্যাটারিটি বেস্ট তাই আমি প্রথমেই ইজি বাইকের জন্য পাওয়ার প্লাস ব্যাটারি নিয়ে আলোচনা করেছি। তাই আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই পাওয়ার প্লাস ব্যাটারিটি খরিদ করতে পারেন আপনার ইজি বাইকের জন্য।
ইজি বাইকে পাওয়ার প্লাস ব্যাটারি ব্যবহারের নিয়ম
ইজিবাইকে পাওয়ার প্লাস ব্যাটারি কিংবা আরো অন্যান্য যে সমস্ত ব্যাটারি রয়েছে, যে ব্যাটারি আপনি ইউজ করেন না কেন আপনি যদি সঠিক উপায়ে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি স্থায়ী হবে না অর্থাৎ ঠিক সই হবে না অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তো আসুন আমরা জেনে নেই ইজিবাইকে কিভাবে আমরা ব্যাটারিগুলো ব্যবহার করব যাতে করে আমরা একটা ব্যাটারি দিয়ে কমপক্ষে দুই থেকে আড়াই বছর পর্যন্ত ব্যবহার করতে পারি।
প্রথমে ব্যাটারিটি কিনে আনার পর অবশ্যই আপনাকে চার্জ করতে হবে, তবে চার্জ করার নিয়ম হচ্ছে একদম লো না এবং একদম হাইও না মিডিয়াম বুল্টিজ দিয়ে আপনি ব্যাটারিটি কে টানা 12 ঘন্টা চার্জ করবেন। ১২ ঘন্টা চার্জ করার পর ব্যাটারীটিকে খুলে ফেলবেন তারপর ব্যাটারিটি যখন ঠান্ডা হবে তারপর পুনরায় আবার ব্যাটারিকে চার্জে লাগাবেন, অতঃপর আবারো বারো ঘন্টা পর খুলে ঠান্ডা করে আবারো চার্জ করে 12 ঘন্টা পর খুলবেন। অর্থাৎ আপনি চারবারে চার্জ দিয়ে ব্যাটারি টিকে ফুল করবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে চারবার চার্জ দেওয়ার মাধ্যমে ৪৮ ঘণ্টা পূরণ করতে হবে, আপনি যদি ১২ ঘণ্টা করে চারবার চার্জ দেন তাহলে আপনার 48 ঘন্টা চার্জ দেওয়া পূরণ হয়ে যাবে।
সেক্ষেত্রে আপনি যদি এই নিয়মে প্রথমে ব্যাটারিটিকে এভাবে ৪৮ ঘন্টা ফুল চার্জ করেন সে ক্ষেত্রে আপনার ব্যাটারিটি ভালো ঠিক সই হবে আশা করা যায়। তারপর আমরা অনেকেই আছি ব্যাটারির মধ্যে এসিড ভরার পরেই গাড়ি চালানো শুরু করে দেই, তো আপনারা এই কাজটি করবেন না, এসিড ভরার পর অন্ততপক্ষে ১২ ঘন্টা পর্যন্ত আপনি ইজি বাইক চালাবেন না, বরং বার ঘন্টা পর থেকে আপনি চালানো শুরু করবেন তাহলে আপনার ব্যাটারিটি সুরক্ষিত থাকবে এবং স্থায়ী হবে।
ইজিবাইক চালানোর পর যখন আমাদের ব্যাটারিটি গরম হয়ে যায় তখন আমরা এসে আমাদের ব্যাটারীটি চার্জে লাগিয়ে দেই। এই কাজটা আমরা করব না ব্যাটারিটি যখন গরম থাকবে তখন আমরা চার্জে লাগাবো না বরং যখন ঠান্ডা হবে তখনই আমরা চার্জে লাগাবো এতে করে আমাদের ব্যাটারিটি সুরক্ষিত থাকবে। আরেকটু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা কখনোই ব্যাটারি ফুল চার্জ করে চার্জে লাগিয়ে রাখবো না, দেখা যায় আপনি যদি ফুল চার্জ করেও ব্যাটারীটি চার্জে লাগিয়ে রাখেন সে ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটি দুর্বল হয়ে পড়বে আস্তে আস্তে।
অন্য পোস্ট জমির দলিল কত প্রকার ও কি কি
শেষ কথা - ইজি বাইকের ব্যাটারি দাম কত
ইজি বাইকের ব্যাটারির দাম কত এই পোস্টের পরিশেষে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যখন কোন জিনিসকে যত্ন রাখবেন তখন সেই জিনিস থেকে রতন মিলবে। যেমন গ্রাম্য ভাষায় একটা কথা বলা হয় যতনে রতন মিলে। আর যারা চিন্তাভাবনা করতেছেন আপনার ইজি বাইকের জন্য একটি পাওয়ার প্লাস ব্যাটারি কিনবেন তারা অবশ্যই পাওয়ার প্লাস ব্যাটারি কিনতে পারেন, কেননা ইজিবাইককে ভালো এবং বেস্ট সার্ভিস দেওয়ার জন্য পাওয়ার প্লাস ব্যাটারিটি অন্যতম। তো সে ক্ষেত্রে আপনারা চাইলে পাওয়ার ব্যাটারি কিনতে পারেন তবে অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব আপনি যখনই আপনার ইজি বাইকের জন্য পাওয়ার প্লাস ব্যাটারি কিনবেন তখন ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন কেননা বর্তমানে দুই নাম্বারি ব্যবসা খুব বেশি পরিমাণে চলছে।
Tags
Info