হরিণের মাংস কত টাকা কেজি এই নিয়ে আমাদের অনেকেরই মতানৈক্য রয়েছে, অর্থাৎ আমরা অনেকেই বলি যে হরিণের মাংস 1000 টাকা আবার অনেকেই বলি ২ হাজার টাকা আবার কেউ কেউ আরো বিভিন্ন ধরনের দাম দর বলে থাকে, কিন্তু আদৌ কি আপনার আমার বক্তব্যটা সঠিক??
অন্য পোস্ট: কষ্টের পুতুলের পিক
তাহলে চলুন এবার আমরা জেনে নেই হরিণের মাংসের সঠিক দাম কত? আবার অনেকেই কিন্তু হরিণের মাংসের দাম জানার জন্য গুগলে সার্চ করে থাকে যে, হরিণের মাংস কত টাকা কেজি ইত্যাদি বলে। যাই হোক যে যে ধরনের দাম বলুক না কেন আজকের আর্টিকেলে আপনি জানতে পারবেন হরিণের মাংস কত টাকা কেজি। হরিণের মাংস কত টাকা কেজি এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করার পাশাপাশি আমি আপনাদেরকে জানিয়ে দিব এটাও যে হরিণের মাংস আপনি কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন।
হরিণের মাংস কত টাকা কেজি
১ কেজি হরিণের মাংস হচ্ছে মাত্র ৪০০ টাকা, এখন অনেকেই হয়তোবা ৪০০ টাকা শুনে আশ্চর্য হবেন, আমরা যেই হরিণের মাংস প্রতিদিন হাজার দুই হাজার টাকা বলে আসতেছি, সেই হরিণের মাংস যদি পাওয়া যায় ৪০০ টাকায় তাহলে আশ্চর্য হওয়ারই কথা। যদিও শুনতে আশ্চর্য মনে হয় তবুও এটাই বাস্তব হরিণের মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
হরিণের মাংসের দাম এত কম কেন
তো চলুন এবার আমরা জেনে নেই হরিণের মাংসের দাম এত কম কেন? যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা দামের খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা দামের মহিষের মাংস বিক্রি হচ্ছে 700 টাকা দামের সেই জায়গায় হরিণের মাংস বিক্রি হওয়ার কথা তিন থেকে চার হাজার টাকা কেজি কিন্তু হরিণের মাংস বিক্রি হচ্ছে মাত্র ৪০০ টাকায়। তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নেই হরিণের মাংস এত কম দামে বিক্রি হওয়ার কারণ।
একটা কথা আমরা সকলেই হয়তোবা জানি আবার অনেকেই হয়তো জানি না সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু হরিণের মাংস বিক্রি করা সেই সাথে অন্য বন্য প্রাণীর মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আর হরিণের মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ, আর মূলত সেই কারণেই হরিনের মাংস কম দামে বিক্রি করা হচ্ছে।
যেমনি ভাবে হরিণ ধরা সরকারিভাবে দণ্ডনীয় অপরাধ ঠিক তেমনিভাবে হরিণের মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। তাই যারা অবৈধভাবে হরিণ ধরে এবং জবাই করে গোশত বিক্রি করে তারা অল্প দামে বিক্রি করে দিচ্ছে, কেননা তারা যদি বাজারে নিয়ে যায় তাহলে পুলিশ তাদেরকে ধরে ফেলবে আর মূলত সেই কারণে কম দামেই বিক্রি করে দিচ্ছে হরিণের মাংস। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কেন হরিণের মাংস ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
হরিণের মাংস কোথায় পাওয়া যায়
হরিণের মাংস সাধারণত পাওয়া যায় না কেননা হরিণের মাংস বিক্রি করা সরকারি আইনে অপরাধ, সে কারণেই সচরাচর শহর কিংবা গ্রামের বাজারগুলোতে হরিণের মাংস বিক্রি হয় না। হরিণের মাংস বিক্রি হয় সবচাইতে বেশি সুন্দরবন ও তার আশেপাশের এলাকা গুলোতে, কেননা সেখানে তারা সহজেই হরিণ ধরে এবং চুপচাপে মাংস বিক্রি করে দেয়।
এছাড়া সুন্দরবন ছাড়াও খুলনা ও বনাঞ্চলগুলোর আশেপাশেই যে সমস্ত জেলাগুলো রয়েছে তার আশেপাশেই গ্রামের জায়গাগুলোতেই বিক্রি হচ্ছে হরিণের মাংস।
হরিণের মাংস চেনার উপায়
তো অনেকেই আবার হরিণের মাংসের চেনার উপায় এটি জানতে চাই তো আসল কথা হচ্ছে হরিণের মাংস আমি কখনো খাইনি বা দেখিওনি জাস্ট ছবির মধ্যে দেখেছি বাস্তবে দেখা সৌভাগ্য হয়নি। তাই মূলত হরিণের মাংস চেনার উপায় সম্পর্কে আমি তেমন জানি না, তবে আপনারা কেউ যদি হরিণের মাংস চেনার উপায় গুলোর মধ্যে হতে কিছু সিক্রেট টিপস জানা থাকে বা জানেন যে এরকম পদ্ধতিতে হরিণের মাংস চেনা যায় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিলে আমাদেরও উপকার হত।
হরিণের মাংসের উপকারিতা
সাধারণত গরুর মাংস মহেশের মাংস ও ছাগল এর মাংসের মধ্যে যে সমস্ত উপকারিতা রয়েছে হরিণের মাংসের মধ্যে কিন্তু এর চাইতে আরও দ্বিগুণ উপকারিতা রয়েছে। যেমন হরিণের মাংস খেলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি পাবে, গরু ও অন্যান্য এই জাতীয় পশুর তুলনায় হরিণের মাংসের মধ্যে চর্বি একেবারেই কম থাকে আর এর কারনেই হরিণের মাংসের এত পাওয়ারফুল এবং উপকারী একটি মাংস।
হরিণের মাংস খাবার দ্বারা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি হয় এছাড়াও হরিণের মাংস কিন্তু আপনার শরীরের ওজন কমাতে অসাধারণ একটি ভূমিকা পালন করে। আমি যেগুলো উল্লেখ করলাম এগুলো ছাড়াও ফরিনের মাংস খাওয়ার আরো অনেক অনেক উপকারিতা রয়েছে, যা হয়তোবা আমি আপনাদের সামনে উল্লেখ করতে পারেনি তবে আমি যতটুকু জানি আমার জানা নেই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি।
হরিণের মাংস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ১ কেজি হরিণের মাংসের দাম কত
উত্তর: ১ কেজি হরিণের মাংসের দাম হচ্ছে ৪০০ টাকা।
প্রশ্ন: হরিণের মাংস কি হালাল
উত্তর: হা হরিণের মাংস খাওয়া হালাল, কেননা হরিণ হচ্ছে একটি নিরহ প্রাণী আর ওই সমস্ত প্রাণীর মাংস খাওয়া হারাম যে সমস্ত প্রাণী হিংস্র হয়, কিন্তু হরিণ কোন হিংসা প্রাণী নয় তাই হরিণের মাংস খাওয়া নিঃসন্দেহে হালাল।
প্রশ্ন: হরিণের দাম কত
উত্তর: আর কিছুদিন পূর্বে অর্থাৎ আগে একটি হরিণ কিনতেই লাগতো সত্তর হাজার টাকা কিন্তু বর্তমান সময়ে মানবিক কারণে চিড়িয়াখানা থেকেই একজোড়া হরিণ কিনতে পারবেন আপনি এক লক্ষ টাকায়, আর এমনটিই জেনেছি।
প্রশ্ন: হরিণ কতদিনে বাচ্চা দেয়
উত্তর: হরিণ সাধারণত ২২০ থেকে ২২৫ দিন পর্যন্ত গর্ব অবস্থায় থাকে অর্থাৎ 220 থেকে 225 দিনের ভিতরেই বাচ্চা প্রসব করে। আর হরিণ সাধারণত একটি বাচ্চা দেয় তবে খুব কম হরিণী আছে যারা দুইটি বাচ্চা প্রসব করে থাকে।
প্রশ্ন: হরিণের মাংসের প্রতি পাউন্ড কত
উত্তর: হরিণের মাংসের প্রতি পাউন্ড হচ্ছে $4 দেখে $20 পর্যন্ত হয়ে থাকে।
প্রশ্ন: কোন রাজ্যে সবচেয়ে বেশি হরিণ শিকার হয়
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি হরিণ শিকার হয় আর এমনটিই আমরা জানতে পেরেছি বিভিন্ন ওয়েবসাইট থেকে।
অন্য পোস্ট: তাবলিগের ৬ নম্বর বয়ান
উপসংহার
আজকের আর্টিকেলে আমি হরিণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ এক কেজি হরিণের মাংসের দাম কত এবং হরিণের মাংস কোথায় পাওয়া যায় এছাড়াও হরিণের মাংস সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমি উল্লেখ করেছি যাতে করে আপনারা হরিণ সম্পর্কিত আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন।
পোস্ট ট্যাগ: হরিণের মাংসের দাম কত, হরিণের মাংস কোথায় পাওয়া যায়, হরিণের মাংস চেনার উপায়, হরিণের মাংসের উপকারিতা, হরিণের মাংস কি হালাল? হরিণের দাম কত, হরিণ কতদিনে বাচ্চা দেয়, হরিণের মাংসের প্রতি পাউন্ড কত।
Tags
Product-price