ন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন? আজকে আমি আলোচনা করব আই পি এস এর
ব্যাটারির দাম কত? বাসা এবং অফিস এর ব্যাটারির দাম কত? তো অনেকেই এই বিষয়টা জানতে চান,
মূলত এই কারণেই আজকের এই আর্টিকেলটি। তো আমি আজকে আপনাদের এমন একটি ব্যাটারির
সাথে পরিচয় করিয়ে দিব যেটি বর্তমানে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, এবং এটি প্রাইসও
মোটামুটি কম।
হ্যামকো ব্যাটারি দাম
প্রথমে আমি আপনাদের সাথে যেই ব্যাটারির কথা বলব সেটি হচ্ছে হ্যামকো
HPD-130 IPS Battery- 130Ah আর এই ব্যাটারিটি বর্তমানে খুবই ভালো সার্ভিস দিচ্ছে এমনকি
কাস্টমাররাও এটি খুব বেশি পরিমাণে ক্রয় করতেছে, হ্যামকো HPD-130 IPS Battery- 130Ah
এই ব্যাটারিটি চায়না থেকে আগত, আপনারা ওরজিনিয়াল এই চায়নার তৈরিকৃত ব্যাটারিটি ব্যবহার
করতে পারেন আশা করি খুব ভালো একটা বেনিফিট পাবেন। হ্যামকো
HPD-130 IPS Battery- 130Ah এই ব্যাটারিটি যদি আপনারা কিনেন সে ক্ষেত্রে এটার দাম পড়বে
15 থেকে16হাজার টাকার মত, আর হ্যামকো HPD-130 ব্যাটারিটি আপনার পেয়ে যাবেন যেকোনো
ব্যাটারি দোকানে।
অন্য পোস্ট:
দ্বিতীয়ত আমি আপনাদেরকে যে ব্যাটারিটির কথা বলব সেই ব্যাটারিটি হল হ্যামকো এর হ্যামকো
ডিপ সাইকেল এর দামটা তুলনামূলক বেশি, কিন্তু এর সার্ভিসটাও অনেক ভালো, এ ব্যাটারিটির নাম
হচ্ছে হামকো HPD-130 IPS Battery- 130Ah, এই ব্যাটারীটির ওয়ারেন্টি কার্ড এর মধ্যে দেয়া
হয়েছে ১৮ মাসের ওয়ারেন্টি, কিন্তু যারা এই ব্যাটারিটি সেল করতেছে তারা এসে এক বছরের ওয়ারেন্টি
দিচ্ছে, কেননা তারা এই ব্যাটারির ভালো মন্দ সম্পর্কে জানে তাই তারা এক বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে।
কোম্পানি ব্যাটারিতে কোন প্রবলেম হলে কারা মূলত ব্যাটারিটি চেঞ্জ করে দেয় সার্ভিস করে দেয় না
কোন ব্যাটারি সার্ভিস করতে অনেক ঝামেলা। ব্যাটারিতে কোন প্রবলেম হলে আপনারা চেঞ্জ করার
ওয়ারেন্টি পেয়ে যাবেন! হ্যামকো HPD-130 IPS Battery- 130Ah এটির দাম হচ্ছে 17 হাজার টাকা,
সার্ভিস যদি ভালো হয় সে ক্ষেত্রে তো আপনার টাকাটা বেশি যাবে, তো যারা এই ব্যাটারিটি নিতে চান
তারা অবশ্যই ব্যাটারি চয়েস করতে পারেন।
বাসা অফিসের আইপিএস এর জন্য হ্যামকো ব্যাটারি দাম কত
আমি উপরে যে দুটি ব্যাটারির কথা আপনাদেরকে বলেছি, এই দুইটি ব্যাটারি আপনারা আই পি এস এর
মধ্যে ব্যবহার করতে পারবেন, এমনকি দোকান অফিসের আইপিএস মধ্যেও উপরের ব্যাটারিগুলো
ব্যবহার করতে পারেন, তাছাড়া এর চেয়েও ভালো মানের ব্যাটারি যদি আপনি বাসা অফিস এর মধ্যে
ব্যবহার করতে চান সে ক্ষেত্রেও করতে পারেন, আর একটা কথা, অবশ্যই ব্যাটারি কেনার সময়
বাজারে দাম দর যাচাই বাছাই করে নেবেন, কেননা প্রতিনিয়ত এই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম
বাড়তেছে এমনকি কমতেছে।
হ্যামকো ব্যাটারি এর ব্যাকআপ
হ্যামকো আইপিএস ব্যাটারি যত লোড বেশি ততো বেকাপ কম ! এইচ পি ডি ১৩০এর এর একটি ব্যাটারি থেকে আপনি ব্যাকআপ পাবেন ৫০০ ওয়াট লোড এ দেড় থেকে দুই ঘন্টা! আপনারা যদি এইচপিডি ১৩০ ব্যাটারিটি ১ হাজার ওয়াট লোড দেন তাহলে আপনাদের ব্যাকআপ টাইম আরো কমে যাবে! আপনি যদি পিডি ১৩০ ব্যাটারিটি যদি আপনি ২৫০ ওয়াট লোড দেন তবে আরেকটু বেশি ব্যাকআপ পাবেন! মনে রাখবেন যত লোড কম তত ব্যাকআপ বেশি!
ব্যাটারি কেনার আগে কার পরামর্শ নিবেন
বাসা বাড়ি অফিসের, যখন পুরাতন ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তখন একটি নতুন ব্যাটারি প্রয়োজন হয়, তখন তারা যখন দোকানে যান তখন দোকানদার তাদেরকে বিভিন্ন ধরনের ব্যাটারি সাজেস্ট করে, অর্থাৎ দোকানদারের কাছে যেই কোম্পানির ব্যাটারি আছে সেই কোম্পানির ব্যাটারিটা কিন্তু তাদেরকে ধরিয়ে দিচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যখনই বাসার আইপিএস এর জন্য একটা নতুন ব্যাটারি কিনবেন কিংবা যে কোন অফিস এর জন্যই নতুন ব্যাটারি কিনবেন, তখনই আপনিও সর্বপ্রথম এই দোকানদারের কাছ থেকে পরামর্শ নিবেন না, বরং আপনার পাশের যে আছে তার কাছ থেকে পরামর্শ নিবেন, কেননা সে যে ব্যাটারিটা চালিয়ে বেনিফিট পাচ্ছে, আপনি সেই ব্যাটারিটাই কিনতে পারেন, অথবা সে যদি বলে যে ভাই আমি এই ব্যাটারিটা চালিয়ে বেনিফিট পাচ্ছি না তাহলে আপনি ব্যাটারিটিকে অ্যভয়েড করে অন্য আরেকটি ব্যাটারি নিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পাশে যে বা যারা ব্যাটারি সম্পর্কে ভালো বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নিবেন।
শেষ কথা
আপনাদেরকে এতোটুকুই বলতে চাই, যে একটি প্রোডাক্ট যখন কিনবেন টাকা দিয়েই তো কিনবেন তো একটু যাচাই-বাছাই করে ভালো ব্রান্ডের বা ভাল কোম্পানি দেখে কিনবেন। তার একটি দামি প্রোডাক্ট তো আর প্রতিদিন কেনা সম্ভব না !আশা করি আমার এই আর্টিকেলটি পরে আপনারা কম বেশি উপকৃত হয়েছেন এবং এরকম আরো প্রয়োজনীয় বিষয় নিয়ে জানতে আমার এই ওয়েবসাইটটির সাথেই থাকেন!