আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জীবন নিয়ে উক্তি এবং জীবন নিয়ে কিছু কথা। জীবন নিয়ে কিছু কথা এবং জীবন নিয়ে উক্তি সম্পর্কে জানতে আমার আজকের আর্টিকেলটি পড়তে থাকুন। বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস ও জীবন নিয়ে কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট ।
জীবন নিয়ে কিছু কথা :
১. নিস্তব্ধ রাতগুলো একসময় কথা কাকলিতে প্রাণবন্ত হয়ে থাকতো। অথচ এখন হতাশার
দীর্ঘ নিঃশ্বাস এই রাতের সঙ্গী।
২. আসলে আমরা কল্পনায় সুখী। ভাগ্যের যাতা কলে পিষ্ট হয়ে মানুষ কল্পনায় আশ্রয় খুঁজে বেড়ায়।
৩. যে প্রেমিকা একসময় আপনার প্রতি কনা ভালোবাসাকে হাজারো গুন প্রাণবন্ত করে উপহার দিত।
সেই আজ আপনার থেকে অনেক দূরে দৃষ্টির আড়ালে চলে গেছে।
৪. প্রেম ভালোবাসা ক্ষণস্থায়ী। কিন্তু ক্ষুধা চিরন্তন। বেঁচে থাকার ক্ষুধা মানুষের হৃদয় অনুভূতিকে
ফিকে করে দেয়।
৫. এই নশ্বর ধরণীতে শূন্যতা বলে কিছু নেই। আপনার আমার শূন্যতা ঠিকই অন্য কেউ এসে
পূরণ করে নিবে। তাই সময় থাকতে নিজের মূল্য বোঝা ভালো।
৬. অর্থই যেখানে মহামূল্য। ভালোবাসা সেখানে দুর্মূল্য। যোগ্যতা কিংবা হৃদয়ের মাপকাঠিতে নয়,
বরং আর্থিক অবস্থানের উপর ভিত্তি করেই বর্তমানে ভালোবাসা তৈরি হয়।
৭. যে প্রচন্ড পরিশ্রমী সে কখনোই অন্যের সহানুভূতি পাওয়ার জন্য কাতর হয় না।
তাই কারো কাছ থেকে কিছু আশা না করে পরিশ্রমী হতে শিখুন।
৮. আজকাল মন খুলে মনের কথাগুলো কাউকে বলতে গেলে, উল্টো আরো হেয় প্রতিপন্ন হতে হয়।
সবাই আদিখ্যেতা আর ন্যাকামি মনে করে।
৯. বর্তমানে আপনার ব্যক্তিত্ব কিংবা যোগ্যতা আপনার পরিমাপক নয়। বরং আপনার আর্থ অবস্থান ই
আপনার পরিচয় বহন করে।
১০. প্রচন্ড আঘাত পাওয়া মানুষটা একসময় প্রচণ্ড উদ্যোমী আর স্বপ্নবাজ হয়ে উঠে।
কোন বড় আঘাতই তখন আর তাকে ছুঁতে পারে না।
১১. সুখ নিয়ে উচু আকাঙ্ক্ষাধারী কোন মানুষই সুখী হয় না। আর দুঃখ আছে বলেই সুখের এত মূল্য।
তাই বাস্তব জীবনে প্রকৃত সুখী মানুষের দেখা পাওয়া মুশকিল।
১৩. ফেলে আসা অতীত মানুষের কাঁধে বোঝার মতো জীবনের উপর জেঁকে বসে।
তাই আমাদের উচিত বাস্তব মুখী হওয়া।
১৪. দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে আমরা প্রত্যেকেই, জীবনে কোন না কোন বড় ধরনের ভুল করে থাকি।
তাই আশেপাশের মানুষকে অবশ্যই যাচাই করা উচিত।
জীবন নিয়ে কিছু কথা :
বাস্তব জীবন নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস নিচে পাবেনঃ
যাকে সবচেয়ে বেশি ভালবাসবে জীবনে চলার পথে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।
জীবন তখনই সুন্দর যখন সবকিছুর জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন, প্রচুর হাসবেন এবং
আপনি কম কাঁদবেন।
যদি সেখানে ভালোবাসাই না থাকে কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে ।
একসময় হাসিতে পূর্ণ থাকতো স্তব্দ রাতগুলো, আজ নীরবতায় পূর্ণ থাকে।